বিশ্বের বাংলাদেশ
(বিজয়ের গান)
(ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে ক্রিকেটে দুর্দান্ত বিজয়ের প্রতি উৎসর্গীকৃত)
গীতিকারঃ মোঃ ইফতেখার হোসেন
রুপসি বাংলার রুপ দেখেছো, গুন দেখোনি
-আজ দেখে নাও;
বাঘের তোমরা নাম শুনেছো, তেজ দেখোনি
-আজ দেখে নাও;
ডোরা কাটা ঐ দাগ দেখেছো, বাঘ দেখোনি
-আজ দেখে নাও;
বিশ্ব সভায় বাঘের গর্জন, পৌঁছে গেল
-আজ শুনে নাও।
হো,হো, বিড়ালের পোশাক পরে, ঘুমিয়ে ছিলাম
-বাঘ চেনো নাই;
ঐ বহুদিন ঘুমিয়ে ছিলাম, ঘুম ভাঙেনি
-তাই দেখো নাই;
আজ আমাদের ঘুম ভাঙার দিন, হেই উঠছি জেগে
-চোখ মেলে চাই;
সেই রৌদ্র দিনের আলোকচ্ছটা, ছড়িয়ে দিলেম
-ঐ বিশ্ব সভায়।
ধুষর বিশ্বের কানে কানে আজ, গানে গানে গাই
-জীবনের গীত;
“বজ্রকণ্ঠে” কাঁপাই বিশ্ব, কেঁপে ওঠে ওই
-জালিমের ভীত;
পরাভব নয় বিজয় এবার, জেগে ওঠে এক
-স্বাধীন বাংলাদেশ;
শান্তি’র মোরা ডাক দিয়ে যাই, শক্তির য়েটুকু
-থাকে অবশেষ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, আমার তুমি আমার
-বিশ্বের বাংলাদেশ।
যুদ্ধ নয়-শান্তি চায় বাংলাদেশ, বিশ্বের বাংলাদেশ
-আমাদের বাংলাদেশ;
ধ্বংস নয়-সৃষ্টি চাই, উষর নয়- সে বৃষ্টি চায়
-মেধাবী বাংলাদেশ।
গানের বাংলাদেশ, ধানের বাংলাদেশ- শত সহস্র যুবার
-তুমি সবার বাংলাদেশ ।।
=000=
১২.১২.১২ এর বিশেষ ক্ষণ স্মরণে প্রকাশিত
[বিজয়ের মাসে গানটি সুর ও পরিবেশনের জন্য সুরকার ও পরিবেশকদের জন্য উন্মুক্ত থাকলো। প্রয়োজনে যোগাযোগ, গীতিকারঃ ]
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



