নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর কত নিজেদের ছোট করবেন? আমি একই সাথে মুসলমান, একই সাথে বাঙ্গালী, একই সাথে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার ভাই-সন্তান। ইসলামকে অপমান করলে যেমন লাগে, বাঙ্গালীকে অপমান করলে, মুক্তিযোদ্ধাদের অপমান করলে তেমনি লাগে।
আমরা বাংলাদেশীরা একই সাথে তিনটি স্বত্বাই ধারণ করি। দোহাই আমাদের এ তিনঠি স্বত্বাকে বিভক্ত করবেন না। যদি কেউ চেস্টা করে বুঝতে হবে সে আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতির মতলবে আছে। সে বা তারা একালের রাজাকার।
আজকাল বড় দেখতে পাচ্ছি ইসলামের কথা বললে কোন কোন মুসলমানের গা জ্বালা করে- এ কিসের লক্ষণ? তবে কি আপনারা বলতে চান ইসলাম কোন শয়তানি ধর্ম? আপনারা তো জানেন ইমলাম সবচেয়ে আধুনিক ধর্ম, এসেছে মানব মুক্তির সনদ নিয়ে। যদি কোন আলেম ইসলামের ভুল ব্যাখ্যা দেয় সে ভুল শুধরে দেওয়ার দায়িত্ব আপনার। ইসলামকে গালাগালি করবেন এ কেমন কথা? সে দায় ইসলামের গায়ে চাপিয়ৈ এত এত গিবত করবেন –এ কোন মতলব? কার স্বার্থ উদ্ধার হবে তাতে?
মনে রাখবেন আমাদেরকে মুসলিম-বাঙালী-মুক্তিযোদ্ধায় বিভক্ত করছে যারা তারা আমাদের কেউ নয়। হয় বাইরের কেউ, নয়তো আমাদেরই লোক কিন্তু বাইরের কারোর দালাল –দুটি উচ্ছিষ্টের মোহে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির হুকুম তামিল করছে। এতে বাইরের কারোর লাভ হতে পারে, কিন্তু আমাদের নয়।
সুতরাং সাবধান। একটু খেয়াল করে করবেন/ বলবেন কী করছেন কী বলছেন? ফলাফলটাও একটু ভাববেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



