১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবসে স্মরণ করছি জাতির পিতাকে আর তার নৃসংস হত্যাকান্ড। এদিনে শোকের অনুষ্ঠানে আবৃত্তির জন্য একটি কবিতাঃ
পিতার জন্মদিনে
(জাতির পিতার জন্মদিনে শেখ রাসেলকে)
===============================
রাসেল,
বন্ধু আমার!
পিতার জন্মদিনে
আজ আমি হাসতে পারছিনে রাসেল- হাসতে পারছিনে।
সকালে গিয়েছিলেম তোমাদের বাড়িতে বত্রিশ নম্বরে
আজ পিতার জন্মদিনে।
কল্পনায় দেখি-
স্নিগ্ধ হাসিতে আমারি মতো টগবগে এক যুবক
ফুলের তোঁড়া হাতে বাবার শতায়ু কামনা করে
আনন্দ অভিবাদন জানাচ্ছে।
এবং পিতা পুত্রের আলিঙ্গনে
আনন্দাশ্রু মুছছে সমবেত অতিথিবৃন্দ।
যখন রিক্সা এসে থামল তোমার বাড়ির গেটে
সমবেত জনতার ম্লান মুখের দিকে চেয়ে–
রাসেল! আমি আর পারছিনে রাসেল।
আমার সে সুখ-স্বপ্ন, আমার কল্পনা
হাঁয়েনার থাবায় স্তব্ধ হয়ে যায় মুহুর্তে
স্বপ্নের শবদেহে দেখি শকুনীর জয়োল্লাস
আমি আতঙ্কে চিৎকার করে উঠি- “না-”।
ধীর পায়ে প্রবেশ করি দোতলায় তোমার ঘরে
কোন যুবক রাসেলকে খুঁজে পাইনে আর
কেউ অভ্যর্থনা জানাতে আসে না বন্ধুকে
সবুজ সতেজ হয়ে ওঠে না চতুর্দিক যৌবনের রাগে।
শিশু রাসেলের হাসিতে উদ্ভাসিত ছবির দিকে চেয়ে
স্থির দাঁড়িয়ে থাকি। দীর্ঘ্ থেকে দীর্ঘ্তর হতে থাকি
আমার মাথা সপ্ত আসমান ভেদ করে আরশের পানে।
এবং আমি মুখোমুখি হই বিধাতার ।
এক যুবক পিতাকে অভিনন্দন জানাচ্ছে তার জন্মদিনে
-এ দৃশ্য বাঙালিকে ফিরিয়ে দেবার দাবী জানাই।
যদি না পারো হে বিধাতা আমাকে শক্তি দাও
যেন পৃথিবীর সব হাঁয়েনার কলিজা খুঁবলে ছিঁড়ে এনে
ফেলে দিতে পারি তোমার আরশের পদতলে।
হাঁয়েনামুক্ত পৃথিবীতে ভবিষ্যৎ রাসেলেরা বেঁচে থাকুক
পিতার স্নেহের ছাঁয়ায়।
আর তাও যদি না দাও, এ শোক ভুলবার শক্তি
আমরা কোনদিন চাইবনা তোমার কাছে।
আমার বন্ধুকে শুধূ রেখো তোমার স্নেহের ছাঁয়ায়।
কবিঃ মোঃ ইফতেখার হোসেন
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



