....মিথুকে নিয়ে আমার আগের লেখাটা চাইলে এখান থেকে পড়তে পারবেন....
........কিছুক্ষন আগেই জানতে পারলাম গত রাতেই আমার বন্ধু মিথুর বিয়ে হয়ে গেছে!!! খবরটা কিছুক্ষন আগে মিথুই আমাকে দিল!!! শুনে কিছুটা অবাক হয়ে গেলাম!!! কারন ও এমন একটা মেয়ে, যার পেটে কোনো কথাই থাকেনা!!! একারনে ওকে আমরা "পেট পাতলা" বলে ক্ষেপাতাম!!! কিন্তু সেই "পেট পাতলা" মেয়েই কিভাবে কখন জানি আমাদের অগোচরে অনেক মুখচোরা হয়ে গিয়েছিল, তা আমরা বুঝতে পারিনি!!!
.......ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ওর সুখ-দুঃখ, হাসি-কান্নার দিকে খুব খেয়াল রেখেছি!!! কিন্তু আজ সকালে যখন ও আমাকে ফোন করে খবরটা জানালো তখন ওর সাথে টুকিটাকি অনেক কথাই হল!!! ওর গলার স্বর শুনেই মনে হল, আমাদের আগের মিথুকে আর কখনোই খুঁজে পাওয়া যাবেনা!! ওকে টুকিটাকি অনেক কথাই জিজ্ঞাস করলাম!! কিন্তু জিজ্ঞাসা করা হলনা ---- "এই বিয়েতে তুমি কি খুশী....???!!!"
.....ইচ্ছে করেই কথাটা জিজ্ঞাসা করিনি। মিছেমিছি কেন ওর অভিনয় দেখবো??!! ছেলেকে ওর পছন্দ ছিলনা!! মাঝে মাঝেই ছেলেটার সাথে ফোনে ওর টুকিটাকি কথা কাটাকাটি হত!! সে খবর আমি জানতাম...!!! ঝগড়ার প্রধান কারন ছিলাম আমি সহ আরো কয়েকজনজন ওর খুব ভালো বন্ধু!!! বিবাহের অনেক আগে থেকেই ছেলেটা আমাদের সাথে মিথুর মেলামেশা একবারেই পছন্দ করতনা!!! কিন্তু মিথু আমাদের পক্ষ নিয়ে কথা বলত বলে ছেলেটার সাথে সবসময়ই টুকিটাকি কথা কাটাকাটি লেগেই থাকত!! আরেকটা কারন ছিল- মিথু বড় বেশী স্বাধীনচেতা আর আমুদে প্রকৃতির ছিল, যেটা ঐ ছেলের পছন্দ ছিলনা!! আর এসব কারনেই আমরা জানতাম মিথু কখনোই ঐ ছেলেকে বিয়ে করবেনা!!! কিন্তু হল ঠিক তার বিপরীতটা!!! যতটুকু বুঝতে পারছি মিথুর ইচ্ছের বিরুদ্ধেই কাজটা করা হয়েছে!!!
........মিথুর বিয়ের খবরটা পাওয়ার পর থেকেই মনটা কেমন জানি খারাপ হয়ে আছে!!! বন্ধুর বিয়ের খবরে খুশী হওয়ার উচিত। কিন্তু কেমন জানি আমি তা হতে পারছিনা!!! কেমন জানি মনে হচ্ছে, তথাকথিত সমাজ ব্যবস্থার যাঁতাকলে পড়ে মিথু মনে হয় শেষ মুহূর্তেও তার ইচ্ছে-অনিচ্ছে বা ভালোলাগা কে তার পরিবারের সামনে প্রকাশ করতে পারেনি...!!! তাই যদি হত, তবে মিথুর গতকালকে ঐ ছেলের সাথে তড়িঘড়ি করে বিয়ে হতনা!!!
........মিথুর সাথে আমার পরিচয় বড়জোর এক-দেড় বছরের!! এত অল্প সময়ে একজন মানুষ কিভাবে এত ভালো বন্ধু হতে পারে, এটা মিথুকে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়!!! আমার কিছু কঠিন বিপদের মুহূর্তে ওকে আমি যেভাবে কাছে পেয়েছি, তা আমার জীবনে আর কাউকে পাইনি, ভবিষ্যতেও আর পাবো কিনা জানিনা!!!
..............আমি সারাজীবনই কেমন জানি একটু বাউন্ডুলে টাইপের ছিলাম!!! নিজের দিকে কখনোই ঠিকমত নজর দিতাম না!! কি পরছি, কি খাচ্ছি - সেটা নিয়ে অত মাথা ঘামাতাম না!!! কিন্তু মিথুর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার সে সব আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল!!! দেখা গেল, রংচটা জিন্সের উপর বেখাপ্পা টাইপের টি-শার্ট পড়ে ওর সাথে আড্ডা দিতে গেছি!!! সেখানেও ওর ব্যক্তিগত আক্রমন- "তোমাক তো আজ ক্ষ্যাতের মত লাগতেছে" বা "এই ড্রেসটা তোমাকে ম্যাচ করেনি!!!" অথবা "ড্রেসের কালার সাদা না হয়ে নীল হলে আরো ভালো লাগত" ইত্যাদি ইত্যাদি........ ওর বাক্য বাণে আমি এতই অতিষ্ট ছিলাম যে, বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের পোষাকের ম্যাচিংটা কয়েকবার খুটিয়ে খুটিতে দেখতাম!!! ওর কল্যানেই আমি প্রথম পোষাকের ব্যাপারে সচেতন হয়ে উঠি!!!
..........আমার ফেসবুকের নিক "একাকী রাজিব" বা সামুর নিক "নিঃসঙ্গ রাজিব" নিয়েও ওর খুব প্যানপ্যানানি শুনতে হত!!! ও মাঝে মাঝে বলত- "আশ্চর্য, নিজেকে এত দুঃখী ভাবো কেন??!! নিজেকে এত একা ভাবো কেন??!! আমরা থাকতেও তুমি একা কেন!! আমরা তো তোমার সাথেই আছি.....!!!" ইত্যাদি ইত্যাদি.....কিন্তু ও কিভাবে বুঝবে, "কেন আমি একা বা নিঃসঙ্গ!!!???" কারন কোলাহলের পরেই মানুষ অনেক একা, অনেক নিঃসঙ্গ হয়ে যায়....." কারন এটাই ভাগ্য.....!!!!
..........সামনে "বাংলা নববর্ষ".........!!! মনে হয় আর কেউ আমাকে নববর্ষ উপলক্ষে ড্রেস কেনার কথা বলবেনা!!! গত বাংলা নববর্ষে ওকে সাথে নিয়ে অনেক মজা করেছি!!! কিন্তু মনে হয় এই নববর্ষে আমার পাশে তেমন কেউ আর থাকবেনা!! কারন সবাই খুব ব্যস্ত!!! এমন কি গতকাল থেকে মিথুও........!!!!!
........আমার বন্ধু মিথুকে নিয়ে বলতে চাইলে অনেক কথাই বলা যায়!!! ওর অনেক গুনাবলী ছিল, যা ওর সামনে ওকে কখনোই বলিনি!!! বরং ওকে আমি কেমন জানি একটু খোচা দিয়েই কথা বলতাম!!! ও মনে করত আমরা মনে হয় ওকে ঠিকমত কেয়ার করিনা, তাই ওকে খোঁচা দিই!!! কিন্তু বাস্তবতা ওকে বলার সুযোগই আমরা পেলামনা!!! কিছুদিন আগে কি জানি কারনে আমি রাগ করে ওকে বলছিলাম "আমি যখন থাকবোনা, দেখো তখন বুঝতে পারবা আমি কি ছিলাম!!!!" হায়!!! কথাটা যে এভাবে ঘুরে চলে আসবে এটা আমি কখনোই ভাবিনি!!! কারন আমি ভাবতাম, ব্যস্ততার কারনে আমিই বোধহয় মিথুকে ছেড়ে চলে যাব!!! কিন্তু হল ঠিক তার উল্টোটা!!!!
..........যাইহোক, সব ব্লগারের কাছে আজ আমার একটাই আবেদন---- "আমার বন্ধু মিথুর জন্য মন থেকে একটু হলেও দোয়া করবেন!!! যেন মিথু তার স্বামী-সংসার নিয়ে সারাজীবন সুখে-শান্তিতে বসবাস করে!!!" কারন ওর মত বাচ্চা স্বভাবের মেয়ের চেহারায় গাম্ভীর্য বা বিষাদ কখনোই শোভা পাবেনা, আমি জানি!!!
.......আমার লেখার হাত কোনো কালেও ভালো ছিলনা!!! এবং সত্যি বলতে কি- "নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাবে অনেক পোষ্টই আমার ড্রাফ্টে জমে আছে!!! পোষ্ট করতে ইচ্ছে করেনা!!" কিন্তু আমার মত আনাড়ি টাইপের ব্লগারের একমাত্র অন্ধ-ভক্ত ছিল মিথু!!! আমি যাই লিখতাম, কেমন জানি সব কিছুই ওর ভালো লাগত!!! তাই আজ মিথুর এই আনন্দের দিনে সত্যিই ওকে নিয়ে কিছু লেখার তাগিদ থেকে আমার এই পোষ্ট!!! প্লিজ ওর জন্য মন থেকে দোয়া করবেন....!!!
...........মিথুকে নিয়ে আমার আগের লেখাটা ইচ্ছে করলে এখান থেকে পড়তে পারেন......
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



