কেউ কেউ শুধু নিজেকে নিয়েই ভাবে। নিজেকে দেখে আয়নায়।
আগুন পোহায় খড়ে আঁচে,
আলাদা হয়ে নিজেকে নিয়ে বাঁচে।
অভিযোগ নেই কিন্তু ওদেরই মতো সায়োনারা,
লক্ষ ফড়িং সবুজ পাতা, সহোদর ভাই, মঙ্গলের প্রান্তে কৃত্তিকা তারা
অঙ্কুরে, চলন, প্রস্ফুট বিনাশে নিরুত্তাপ, কেউ শুধু তার জন্যই মনটা খারাপ ।
সায়োনারা নিজের জন্য বাঁচে - আদিগন্ত আমি আমি
সুখ দু:খ মনস্তাপ
আপন কল্পনায় ট্যাটু আঁকা শরীরের পিচ্ছিলে, এমন কি প্রার্থনায় শুধুই ব্যক্তিগত স্তুতি, যতটুকু আয় করে কল্পনার দ্যুতি - জলছবি কিনে কিনে দশফুট দেয়ালে সাজাতে, প্রশংসাতে, খুলে রাখে খবরের পাতা বিনোদন সংবাদে
যতটুকু ব্যয় করে খিদে ও সময়ের জন্য
নিজেরই মায়া মমতায় অনুগত রাত্রি পেলে স্বস্বার্থ মেঘ হয়ে কাঁদে
-
ড্রাফট ১.০/শতবার ভুল হও, তবু চলমান রও
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


