আজকের খবর।। সুত্র: "মানবজমিন"
জালিয়াতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব.) জয়নুল আবেদিনের ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৭০ লাখ টাকা তুলে নিয়েছে তারই ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেন। এ ব্যাপারে লোকমান হোসেনকে আসামি করে গতকাল রাতে বিচারপতি জয়নুল আবেদিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাসুম জানান, সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি ও তার স্ত্রীর ২টি একাউন্ট রয়েছে। তাদের দু’জনের স্বাড়্গর জাল করে ওই একাউন্ট থেকে বিভিন্ন সময়ে মোট ৬৯ লাখ ৭৩ হাজার ৮৬৩ টাকা তুলে আত্মসাৎ করেছে লোকমান। এ প্রতারণার কাজে তাকে সাহায্য করেছে ব্যাংকের কিছু অসৎ কর্মকর্তা। মামলার পর থেকে পুলিশ আসামি লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রোববার রাত একটা পর্যনত্ম পুলিশ লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।
জালিয়াতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব.) জয়নুল আবেদিনের ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৭০ লাখ টাকা তুলে নিয়েছে তারই ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেন। এ ব্যাপারে লোকমান হোসেনকে আসামি করে গতকাল রাতে বিচারপতি জয়নুল আবেদিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাসুম জানান, সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি ও তার স্ত্রীর ২টি একাউন্ট রয়েছে। তাদের দু’জনের স্বাড়্গর জাল করে ওই একাউন্ট থেকে বিভিন্ন সময়ে মোট ৬৯ লাখ ৭৩ হাজার ৮৬৩ টাকা তুলে আত্মসাৎ করেছে লোকমান। এ প্রতারণার কাজে তাকে সাহায্য করেছে ব্যাংকের কিছু অসৎ কর্মকর্তা। মামলার পর থেকে পুলিশ আসামি লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রোববার রাত একটা পর্যনত্ম পুলিশ লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।
Link: Click This Link
But my question is how a Justice in Bangladeshi standard had saved 70 lacks in one bank account?
How much a Justice earns per month? What are the other incomes he had?
শুয়রের বাচ্চার বাপের পরিচয়টাও দরকার, so we know if he inherited, then ঐ টাকাটাও কিভাবে এসেছে জানা যাবে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





