কাল ছিল ভয়াবহ একটি দিন
তোর চোখে দেখেছিলাম বিষাক্ত সাপিনীর মরণ ছোবল!
ঝড়ে ডানা ভেঙে যাওয়া আহত পাখির মত আছড়ে পরতি
আমার বুকে, জ্যামিতির কাটা কম্পাসের মতই কাটাকাটি করা
ছিল তোর কচি নরম বুক। আজ তো একি হাল? তোর নীরব
চোখের টলটলে জল পৃথিবীর মানচিত্রের কথা বলত। অথচ,
সেই চোখ ঘিরে প্রতারণার কালো ছায়া! এ’যেন ধূর্ত বণিকের
চুক্তি পত্রে স্বাক্ষরিত এক গোপন দালাল!
কেন তুই এমন হলি? তবে কি রক্তের বদলে নোংরা, দূষিত-
বিশ্বাসঘাতকের নীল জল খেলা করে তোর শরীরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


