বাবার সাথে দুরত্ব বাড়ছেই.. 'বয়স এর সাথে ব্যস্তানুপাতিক...
কিন্তু মা-টা তার উল্টোই.....'বয়স এর সাথে সমানুপাতিক'
"তবুও তাঁরা"
(আজাদ সাহেব এর মতো করে প্রথম লাইন)
" মা-কে বলি 'তুমি' আর বাবা-কে বলি 'আপনি' "
বাবাকে বলা যায় না আনেক কিছুই... যা মা-কে বলি হাসিমুখেই..
বাবা চলেন তার মতোই,তার নিজের গতিতে.....
আর...
"মা" বলেই তাকে চলতে হয় "মা"-এর গতিতে'
বাবা যা বুঝেন তাই "সত্য"...আর...মা-কে যা বুঝাই তাই "সত্য"..
বাবা-কে ভয় হয়..তার কোনো যুক্তি নেই...মা-কে ভয় ! তার-ও তো কোনো যুক্তি নেই..
বাবা-র বাণী: আদেশ,COMMAND এর মতো..
আর
মা বলেন 'সাধারণ কথা' যেমনটা রাষ্ট্রপ্রধানের কাছে জনগন এর...
বাবা,
বাবা বলেই তিনি বাবা....
তার কঠোরতায় মুগ্ধ হই.....
তার সকল ছণ্দপতনে ছণ্দ খুজে পাই...
তবু-ও বাবার প্রতিটা পদক্ষেপ এ পা মিলাই..
মা,
মা বলেই তিনি মা....
তার কোমলতায় মুগ্ধ হই.....
ভুলগুলো শুধরে ছন্দ খুজে দেয় মা...
তাই মা'র প্রতিটা পদক্ষেপ এ পা মিলাই..
মা-কে ভালোবাসি আর বাবাকে শ্রদ্ধা...
না..না..
বাবা-কে ভালোবাসি আর মা-কে শ্রদ্ধা...
জানিনা কিভাবে শেষটা করবো...
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



