আমার পিচ্চিরে নিয়ে বাইরে গেছি...... নাছড়বান্দা যাবেই আমার সাথে। আমি দোকানে সদাই কিনছি দেখি আরেক পিচ্চির সাথে দৌড়াদুড়ি লাগায় দিছে, ধমক দিয়ে কাছে এনে বাসলাম।
-আম্মু ওদে(রৌদে) দৌড়ালে কি হয়?
-গরম বাবা অসুখ করবে, মাথার মগজ গলে যাবে।
কিছুক্ষন পর রোদের মধ্যে হেটে আসছি দেখি ওর দুইকান চেপে ধরে আছে।
-কি হইছে বাবা কান ধরে আছ কেন?
-গ’মে মলজ(মগজ) বের হয়ে যাবে।
আমি হাসলাম......ওরে বলছি গরমে মাথার মগজ গলে যাবে তাই মনে করছে মগজ যদি গলে কান দিয়ে বের হয়ে যায় হা হা। পিচ্চিরা কত অল্পেই বিশ্বাস করে। আর আমরা চোখের সামনে নির্দশন দেখেও বিশ্বাস করি না।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




