somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন mango people -এর জীবনচরিত

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) জন্মানোর সাথে সাথে পাছায় থাপ্পড় খাওয়া।
২) তারপর ইনজেকশন এবং টীকা।
৩) শরীরে চটচটে আবিজাবি মাখা।
৪) পিতামাতার সাথে এক বিছানায় ঘুমানো, তাদের SEX LIFE ধ্বংস করা।
৫) ২ বছর বয়সে প্রি নার্সারিতে ভর্তি।
৬) স্কুল ইন্টারভিউ, ভর্তি।
৭) একটি ভারী স্কুল ব্যাগ গাধার মত বয়ে চলা।
৮) পরীক্ষা, অপমান, পরীক্ষা, স্থগিতাদেশ, পরীক্ষা,টিউশন, ক্রীড়া, পরীক্ষা, রেজাল্ট কার্ড, পরীক্ষা, সতর্কতা, পরীক্ষা, জীবনের প্রথম true love খুঁজে পাওয়া।
৯) স্কুল পড়া শেষ, কলেজে নতুন প্রেমিকা খুঁজে পাওয়া।
১০) কলেজ জীবন, মজা, বন্ধুত্ব, ফেস্ট, সিনেমা,নাইট আউট।
১১) কোন চাকুরী না পাওয়া, হতাশা, অপমান, পারিবারিক চাপ।
১২) অবশেষে একটি সাধারণ পোস্ট নিয়ে একটা সাধারণ কোম্পানিতে যোগদান।
১৩) Hero Honda Passion মটরসাইকেল কেনা, লক্ষ্য Royal Enfield বাইক কেনা।
১৪) অফিসে একটি বান্ধবী জোটানো।
১৫) পরিবহন খরচ ৫০০০ টাকা, বেতন ১৫০০০ টাকা।
১৬) কোম্পানির কাছ থেকে একটি SMART PHONE পেয়ে প্রথমে খুশি কিন্তু পরে অনুশোচনা।
১৭) একটি HP ল্যাপটপ কোম্পানির কাছ থেকে পেয়ে প্রথমে খুশি কিন্তু পরে অনুশোচনা।
১৮) WORKING HOUR হল সারা দিন- সারা রাত, শুধু বাদ ভোর ২টা থেকে ৫টা পর্যন্ত। ( Smart phone এবং ল্যাপটপের জন্য ধন্যবাদ)।
১৯) Valentines day এর দিন হোয়াটসঅ্যাপ এ গোলাপ পাঠানো।
২০) ফুচকা স্টলে dating করা।
২১) Officer's choice হুইস্কি পান করা।
২২) গার্লফ্রেন্ড এক ধনী লোককে বিবাহ করে।
২৩) নিজহাতে তার বিয়ের কার্ড বিতরণ এবং তার বিয়ের পাল্কিতে কাঁধ দেওয়া।
২৪) Arrange Marriage করার জন্য মেয়ে দেখা।
২৫) ১ম মেয়েকে বাতিল করা।
২৬) ২য় মেয়ে দ্বারা বাতিল হওয়া।
২৭) ৩য় মেয়ে দ্বারা বাতিল হওয়া।
২৮) ৪র্থ মেয়ে দ্বারা বাতিল হওয়া।
২৯) ১ম মেয়েটির কাছে ফিরে গিয়ে ক্ষমা চাওয়া,অনুরোধ করা,মিথ্যে প্রতিশ্রুতি দাওয়া এবং অবশেষে সে বিয়েতে রাজি হয়।
৩০) বিয়ের দিন, শ্বশুরবাড়ির সামনে ঘোড়া থেকে পড়ে যাওয়া।
৩১) আত্মীয়গন বিয়েতে খাবারের সমালোচনা করা।
৩২) অবশেষে সেই বিশেষ রাত "cums", কিন্তু তাঁর আসে না।
৩৩) মধুচন্দ্রিমা উপলক্ষে কোন তীর্থস্থান ভ্রমণ।
৩৪) বারবার ট্রায়াল পরে অবশেষে সবাইকে "সুসংবাদ" প্রদান করা।
৩৫) দুই জনের খাবার জোগাড় করতে অবস্থা খারাপ কিন্তু তৃতীয়টির জন্য অধীর উৎসাহে অপেক্ষা করা।
৩৬) স্ত্রীর গর্ভাবস্থাকালীন খামখেয়ালী আবদার পূরণ করা, মাঝরাতে গরম জিলেপির বায়না,পায়ের ম্যাসেজ দেওয়া ইত্যাদিতে বিরক্ত হওয়া।
৩৭) অবশেষে সন্তানের জন্ম হয় এবং ভাগ্য ফেরে। চাকরিতে promotion হয়,একটি Royal Enfield বাইক কেনা হয়।
৩৮) প্রথমবার কনডম কেনার সময়, দোকানে পরিচিত গুরুজনের সামনে অপ্রস্তুত হওয়া।
৩৯) স্ত্রী কাজ করে না কিন্তু বাচ্চাদের প্রতি দায়িত্ব ভাগাভাগি করার, স্ত্রীর আদেশ মেনে চলা।
৪০) বাচ্চার বিষ্ঠা পরিষ্কারের পর ভোর ৩টায় ঘুমাতে যাওয়া, অব্যবহ্রত কনডম এর মেয়াদ শেষ হয়ে যাওয়া।
৪১) শিশুকে একটি গড়পড়তা মানের স্কুলে ভর্তি করা, বর্তমান আয় ২৫০০০, স্কুল ফি প্রতি মাসে ৬০০০।
৪২) খরচ বৃদ্ধির সাথে, অবসরকালীন সময়ের জন্য সঞ্চয়ও বন্ধ হয়।
৪৩) মাথায় সাদা চুল দেখা যেতে শুরু করে,মাথার চুল পাতলা হয়ে টাক বের হয়।
৪৪) সন্তান কলেজে যাওয়া শুরু করে।
৪৫) উপরওয়ালার আশীর্বাদে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ভোগান্তি শুরু হওয়া।
৪৬) প্রতিবার খাবার পরে ঔষধ গেলা।
৪৭) অবশেষে স্ত্রী এবং বাচ্চাদের বারবার আবদারে একটি ছোট মারুতি গাড়ী কেনা।
৪৮) জ্বালানি খরচে যায় মোট আয়ের ২০% ।
৪৯) সন্তানে বিয়ে দেওয়া, বিয়েতে সারাজীবনের সঞ্চিত টাকা ব্যয় করা।
৫০) ভাল lifestyle দিতে না পারার জন্য সন্তান দ্বারা অপমানিত হওয়া।
৫১) এখনও ক্ষুধা নিবারণের এবং মৌলিক অপরিহার্য জিনিষের প্রয়োজন মেটানোর জন্য কাজ করে যাওয়া।
৫২) সঞ্চয় শূন্য তাই অবসরের পরে আবার একটি চাকরী খোঁজা।
৫৩) সন্তান প্রত্যেক উৎসবে কয়েক দিনের জন্য বাড়ী আসে।
৫৪) স্ত্রী শেষবয়সে এসে ঘরের সমস্ত কাজ করে,এই দুর্দশার জন্য তাঁর কটাক্ষ হজম করা।
৫৫) অবশেষে নিজের জন্য কিছু সঞ্চয় করে ৭৫তম বয়সে পাকাপাকি ভাবে অবসর গ্রহণ করা।
৫৬) টেলিভিশন ও ওষুধই এখন দৈনন্দিন কাজ ওঠে।
৫৭) রোগ হয়ে ওঠে বন্ধু।
৫৮) উপরওয়ালার কাছে প্রাত্থনা করা যাতে পরজম্মে মানুষ করে না পাঠায়!
৫৯) জীবনযুদ্ধ একদিন শেষ হয়,মৃত মুখে থাকে স্বাধীন হওয়ার।

এই সাধারণ লোকদের সম্মান করুন, কারণ তাঁরা জীবনের বেশিরবাগটাই নিজের বদলে অন্যের জন্য কাটায়।

কৃতজ্ঞতাঃ অনুভব জৈন

আমার অন্যান্য পোস্ট -

বানী চিরন্তনী
জনপ্রিয় একনায়ক থমাস শঙ্কর (১৯৪৯ -১৯৮৭ )
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×