
জানিনা ছোট বাচ্চাটির কি অবস্থা। নৃসংস ভাবে তাদের হত্যা করা হেয়েছে, ছেলেটি মাত্র রাতের ডিউটি সেরে বাসায় ফিরবে, এমন সময় এই ঘটনা শুনে তাকে বাসায় ফিরতে হচ্ছে।....
সবাই তাদের বাচ্চাটির জন্য দোয়া করুন, যেন পশুগুলো বাচ্চাটিকে অন্তত বাচিয়ে রাখে। খুব শিঘ্রী সকল টিভি চ্যানেলে খবর পেয়ে যাবেন।
আলহামদুলিল্লাহ ছেলেটি বেচে আছে, তবে এতিম হয়ে।
তাদের ছেলে : যে কিনা বাবা মায়ের হত্যার খবর আমাদের দেয়

মেহেরুন রুনী আপু. ও সাগর ভাই।

সাগর ভাই।

বি.দ্র: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী গত রাতে পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হয়েছেন
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


