আরো একটি সাফল্যের মুকুট যোগ হলো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায়। এবার যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুন এর করা বিশ্বসেরা প্রভাবশালী নেতাদের তালিকায় যোগ হলো তার নাম।
টাইম কর্পোরেশনের বানিজ্য বিষয়ক সাময়িকী ফরচুন এ তালিকটি প্রস্তুত করেছে বিশ্ব নেতাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন- অর্থনীতি, বানিজ্য, সাংস্কৃতিক অঙ্গন সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।
এবারই প্রথম অনন্য একটি সংযোজন হলো- তালিকায় থাকা ৫০ জনের মধ্যে ২৩ জনই নারী। তালিকায় থাকা মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীই রয়েছেন।
তালিকায় স্থান পাওয়ার ক্ষে্ত্রে প্রধানমন্ত্রীর নারীদের শিক্ষা বিস্তারে ভূমিকা এবং নারী বৈষম্য কমানোর উদ্যোগকে বিশেষভাবে আমলে নিয়েছে ফরচুন।
তবে এমন একটি সময় এই সাফল্য এলো যখন- কলেজ শিক্ষার্থী তনু হত্যায় সারা বাংলাদেশ শোকাহত, মর্মাহত এবং ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী এই সাফল্য তখনই উদযাপন করতে পারবেন যখন তনু হত্যার সব আসামী বিচারের মুখোমুখি হবে।
আপাতত আমরা তাকে অভিনন্দন জানাই।
তথ্যসূত্র
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



