আজ সকালে বাংলাদেশি হ্যাকারদের বর্বতার প্রতিবাদ করে প্রধানমন্ত্রীর তরফ থেকে বাণী দেয়া হয়েছে। বাণীতে তিনি উল্লেখ করেছেন, "বন্ধু প্রতিম রাষ্ট্রের ওয়েবসাইটে এভাবে হামলা চালানো রাষ্ট্রদ্রোহীতার শামিল"। তিনি বলেন, "তারা আমাদেরকে ঋণ দিচ্ছে, টিপাইমুখের বাধ থেকে বিদ্যুৎ দিবে, ট্রানজিট নিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে সাহায্য করছে"। "শুধু তাই নয়, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা কমাতে বন্ধুবাহিনী বিএসএফ অনবদ্য অবদান রেখে চলেছে। কিন্তু কিছু বাংলাদেশি বিপদগামী তরুণ বিরোধী দলের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে বন্ধুরাষ্ট্রের ক্ষতি করছে, যা কাম্য নয়।" আরও জানানো হয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থ ভারতীয় ওয়েবসাইট সমূহের মালিকদের উদ্দেশ্যে এক ইমেইল বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেন ও স্বান্ত্বনা দেন। তিনি তাদেরকে ক্ষতিপূরণের আশ্বাসও দেন। কিন্তু কী ব্যাপার? ইমেইল যাচ্ছে না কেন? এটা কী মেসেজ দেখাচ্ছে? কী? হ্যাকড বাই আ বাংলাদেশি? মানে? এটাও হ্যাকড? ওহ শিট! তাই তো! কী শুরু করসে পোলাপান? ও আপা (প্রধানমন্ত্রী), পোলাপাইন তো আপনের অ্যাকাউন্টও হ্যাক কইরালাইসে...!!!
Bangladesh Black HAT Hackers, তোরা বাঘের বাচ্চা না, বাঘেরাই তোদের বাচ্চা! এগিয়ে চল! তোদের উপর আমাদের দোআ, শুভাকাংখা, সমর্থন, সব আছে, সব, শুধু বাংলাদেশের জন্য।
(একটি ফান পুষ্ট)
সূত্র: Click

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




