এসবের মধ্যে নতুন মাত্রা যোগ হয় যখন অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনাল মিডিয়া আওয়্যাড জয়ী সাংবাদিক , ইন্টারনেট এক্টিভিস্ট , সাবেক প্রোগামার, উকিলিকস এর এডিটর ইন চিফ জুলিয়ান আস্যান্জ গত ৭ ডিসেম্বর সুইডেনে সংঘঠিত যৌন হয়রানীর অপরাধে ব্রিটেনে গ্রেফতার হন। এর পর ধীরে ধীরে উইকিলিকস এর প্রতি মানুষের সমথন প্রকাশিত হতে থাকে। এর মধ্যে সবচেয়ে মিডিয়ার কাভারেজ পায় এনয়মাস গ্রুপের অপারেশন পে ব্যাক । ডিডিওস এ্যাটাকের মাধ্যমে শাট ডাউন করে দেয়া হয় মাস্টার কার্ড , ভিসা এর ওয়েবসাইট। আক্রমন চালানো হয় পেপ্যাল , ইউএসএ অ্যান্টি কপিরাইট ওয়েবসাইট সহ অসংখ্য ওয়েব সাইটে।
অপারেশন পেব্যাকের অংশ নিতে পারেন আপনিও
কোন ডাউনলোড , সেটআপ কিছুই করতে হবে না। সম্পূর্ন ভাইরাসের ভয় মুক্ত।
শুধু এই লিংকে ক্লিক করুন। তারপর স্টেপ দুই এর নীল বাটনে ক্লিক করুন। আর নিচে আপনার কন্ট্রিবিশন দেখুন।
সত্যের জয় হোক।
সকল মিথ্যা অসুন্দর নিপাত যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




