প্রথম প্রশ্ন - ত্রিভুজ সাহেব আমার মন্ত্রব্যের কাট-পেস্ট করে নব আবিষ্কৃত পোষ্ট দিয়েছেন। সৌজন্যতার কারনেও আমার নামটা সেখানে দেওয়া উচিত ছিল।
আবারও বলছি - নিলজ্জতাই রাজাকারদের প্রধান ভুষন। আমার যে মন্তব্যের পর আমাকে ব্যান করেছেন তাতে আপনাকে অনুরোধ করেছিলাম আপনার চৌর্যবৃত্তিটা বাদ দিন। কিন্তু আমাদের কথা আপনি শুনবেন কেন? যখন ব্লগের কতৃপক্ষ আপনার কানটা কেটে দিল সেটা কি আপনাকে একটুও লজ্জিত করেছে।
একটা কথা বোধ হয় সত্য যে, ভারতে বিজেপির সবচেয়ে বড় বন্ধু হরো বাংলাদেশের জামাত। ক্ষমতায় যাওয়া আগে জামাতের নেতারা ভারত বিরোধীতা করে মুখে ফেনা তুলতো - পরে চুপ চাপ দাদাদের চেটেছে। রাজাকারা তো পাঁচ বছর ক্ষমতা ছিল তখন তাদের ফারাক্কা নিয়ে কোন কথা বলতে দেখা যায়নি। কারন - ভারতীয় জুজু হলো তাদের ব্যবসার একটা পন্য। ত্রিভুজও সেই পুরোনো পথই ধরেছে।
পাঠক, সাধারনত বাচ্চা রাজাকাররা যুক্তিতে দূর্বল থাকে কিন্তু এই রাজাকারটা একটু স্মার্ট। সে মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করছে।
সুতরাং সাধু সাবধান।
(জনতার দাবীর প্রেক্ষিতে শিরোনাম কিঞ্চিত সংশোধন করা হইল - এস্কিমো, উত্তর মেরু থেকে)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




