কাল দেখলাম এক শিবির কর্মী নিজের জীবনের বিনিময়ে সাঈদীর জীবন রক্ষা করতে চেয়েছে। কারন সাঈদীর হাতে লক্ষ তরুনের হেদায়াত হবে।
এই হলো হেদায়েতের নমুনা -
হত্যা
অগ্নি সংযোগ
সম্পদ ধ্বংশ
সংখ্যা লঘুরদের উপর নির্যাতন
ভিন্নমতে রাজনীতিক - বিশেষ করে আওয়ামীলীগের নেতা - কর্মীদের হত্যা
দেশে ত্রাশের রাজত্ব কায়েম
এই সবইতো করেছে রাজাকাররা ৭১ এ। একটু বদলায়নি জামাত-শিবিরে চরিত্র। এরা ৭১ যা ছিলো তাই আছে। মাঝ থেকে ৪০ বছর বেঁচে থেকে রাজাকাররা তাদের অন্ধ সমর্থক তৈরী করেছে যারা ইসলামের কথা বলে কিন্তু আল্লাহ পরিবর্তে তাদের রাজাকারদের নেতাদের আনুগত্য করে।
এইটা হলো চুড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধে পরাজয় মানেই আগামীতে দেশে ৭১ পূর্ব সমাজ ব্যবস্থাকে মেনে নেওয়া - যার উদাহরন এখন পাকিস্তান - যেখানে হত্যা, অগ্নি সংযোগ, ত্রাসের রাজত্ব তৈরী করছে এই সম্প্রদায়। এদের বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ - আগামী প্রজন্মের জন্যে একটা ত্রাসমুক্ত সমাজ তৈরী জন্যে রাজাকারমুক্ত বাংলাদেশের বিকল্প নেই।
জয় আমাদের হবেই, ইনশাল্লাহ!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৭