ভালোবাসার মানদণ্ডে
সৌন্দর্যটাই কি মুখ্য বিষয়/?
জৈনেক ডাক্তার বলেছেন
যে সুন্দর তার এলার্জি বেশি/!!
যদি তাই হয় তবে বলি
ভালোবাসা হোক
এলার্জি বিহিন নির্ভেজাল/!!
হোক'না সে অসুন্দরী-
কুৎসিত বা কালো; তাতে কি/?
ভালোবাসা তাকেই দাও,,
যে বেশি বিশ্বাসী ও সৎচরিত্রবান/!
তাকেই প্রত্যাশা কর সর্বাগ্যে
যে বিশ্বাসে ভক্তিতে অনুরাগে ভাসে/!!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৩