
ছাগল একটি উপকারী প্রাণী। ছাগল একটি ডোমেস্টিক এনিমেল। ছাগলের মাংস সুস্বাদু। তবে ছাগলের একটা বাজে স্বভাব আছে। সেটা হলে সে স্থান-কাল-পাত্র বুঝে না। সে হাটে-মাঠে-ঘাটে চড়ে বেড়ায়। আরে ব্যাটা ছাগল, তোর কাজ ঘাস খাওয়া। তুই কেন নীল আকাশে সাদা মেঘ দেখে ব্যা ব্যা করতে যাবি?
যাই হোক, ছাগল নিয়ে আমাদের প্রায়ই সমিস্যায় পড়তে হয়। এরকম এক ঘটনা ঘটেছে আমেরিকায়। আমেরিকার আলাবামায় এক ব্যক্তি অভিযোগ তুলেছেন তার ছাগলকে প্রতিবেশী চুরি করে নীল রং করে দিয়েছে। শুধু তা না নীল রঙের ছাগলের ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। ছাগলের মালিক সোশাল মিডিয়ায় ছবিগুলি দেখে অত্যন্ত ক্ষিপ্ত হন, এবং এ্যানিমেল ক্রুয়েলটির দায়ে মামলা করেন।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। লিংক- US goat owner files charges against neighbour for stealing and painting goat blue
ছাগলকে নীল রং করা দণ্ডনীয় অপরাধ। তাই আপনারা সাবধানে থাকুন। ছাগল সে নীল হোক বা লাল, তাকে তার মত চড়ে বেড়াতে দিন। পৃথিবীতে ছাগাধিকার প্রতিষ্ঠা হোক।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


