আমার নাস্তিকতাঃ উৎস কোথায় ?
৩য় দিন
নাস্তিক হবার পর থেকে আমি খেয়াল করলাম আমার নতুন ভাবে জন্ম হয়েছে । এই আমি কি সেই আমি? এ যে নতুন আমি । দুনিয়াটাকে নতুন ভাবে দেখছি যেন হচ্ছে । নতুন অনুভুতি । আহ কি রোমাঞ্চকর । আমার মধ্যে পরিবরতন দেখে আমি নিজেই অবাক । এই যেমন আজকাল ওল টাইম মজায় থাকি । কোন চিন্তা নাই । চিন্তা করে লাভ কি ? Let Life be lived...
যাই হক নিজের সাথে কথা বলতেও নাম লাগে । কিন্তু এখন তো আর একে বিবেক বলা যায় না । এখন আমি উন্নত । আমি নাস্তিক । তাই জুতসই নাম ঠিক করসি । Alter-ego ! বাহ ভালই তো । Modern and Scientific
নাম দিবার আরেকটা কারন আছে । আজকাল দেখি Alter-ego আমার থেকে বেশি Smart. আগেও কি সব Intelligent Design আর Life নিয়া লেকচার দিয়া আমারে False-position এ ফেলছে এবার সে আমারে দেখি খোদ নাস্তিকতা নিয়া প্রশ্ন করেছে ! তাও...সে তো আসলে আমিই ।
বাহ ! ভাবলেই ভাল লাগছে আমি এত Smart
উদাহরন দেইঃ এই যেমন সেদিন ভাবতেছিলামঃ ধার্মিক মানুষ গুলা বোকা নাকি ? ধর্ম স্রেফ একটা ভাঁওতাবাজি, এরা ধরতে পারে না কেন ?
alter ego- অন্যদের সমস্যা ভাবার আগে নিজের সমসসা ভাব । তুই ই তো নরমাল না ।
আমিঃদেখ তুই আগেও কিন্তু বেকুব বলছিলি । এখন বলতেসিস নরমাল না । কেন ? অনেক পাবলিক আছে যারা জিনিশ গুলা নিয়া ভাবেই না । নামে মুসলিম এর সংখ্যাই তো বেশি । আমি অনেক ভেবে চিন্তা করে দেখলাম GOD নাই ।আমি কি ওদের মত নামে নাস্তিক নাকি ?
-সবই ঠিক আছে । আমি শুধু বলছি তুই নরমাল না ।
ঃহ্যাঁ । সবার মত GOD আছে বলে সমাজে মিশে গেলে তো নরমাল হইতাম তাই না? লোক দেখানো নামায পরতাম । সবাইরে বলতাম আমি আস্তিক ।ভিতরে ভিতরে নাস্তিক থাকতাম ।তাইলে ভালো হইতো না? কিন্তু এরকম বর্ণচোরা হইতে ঘৃণা লাগে ।আমি পারি নাই । এইটা কী বুঝায়?
-কি?
ঃবোঝায় আমি নিজের সাথে সৎ । যা মনে হইছে নাই সেইটা নাই । ধর্ম নাই ।
-আমি তোর সততা কে শ্রদ্ধা জানাচ্ছি । কারন সমাজে অনেক নাস্তিক আজকাল আস্তিক দের বেশ ধরে মিশে আছে । আবার অনেক মুসলিম ও কোরাআন নিয়া ঘাটায় না । শুধু জুম্মা/ঈদের নামায পড়ে ।
ঃ তাইলে ?
-আমি বলছি তুই নরমাল না। কিছু প্রবলেম আছে । নিজের সাথে পুরো সৎ হোস নাই এখনো ।
ঃ বুঝলাম না....-নিজেকে ফাকি দিচ্ছিস , নিজের অজান্তেই ।
ঃ প্যাঁচাইস না তো এত !
- তুই নাস্তিক হয়েছিস কোন একটা অবিচার/ অস্বাভাবিকতার এর জন্য ।কোন একটা অস্বাভাবিক ঘটনা / অবিচার এর জন্য দায়ী ।
ঃ এর মানে কি ?
-দেখ এখন পর্যন্ত কেউ GOD আছেন প্রমান করতে পারেন নাই । আবার তিনি যে নাই তাও কেউ দেখাইতে পারেন নাই ।
ঃ হু । এই জন্যই তো আমি নাস্তিক । তোর point কি ?
- এটাই তো whole point ! মনে কর আমি তোরে বললাম আমার ল্যাপটপ আছে । কিন্তু তুই কোনদিন দেখিস নাই । তার মানে কি ? তুই sure না আমার ল্যাপটপ আছে কি না । অন্য দের বলবিঃ 'আমি জানি না রে, এখনো তো দেখলাম না..." তাই না ?
ঃ হু ! সবাই তো এটাই করবে
- কিন্তু ধর তুই অন্যদের বললিঃ 'আরে ধুর! ল্যাপটপ -পামটপ কিছু নাই ওর'
ঃ এটা কেন বলবো আমি ? আমি তো জানি না আসলে আছে কি না
- হু ! generally বলবি না । কিন্তু যখন তুই আমার উপর রেগে থাকবি , আমার উপর হতাশ/disappointed কিংবা জানিস যে আমি মিথ্যা বলি । তখন ?
ঃহয় তো বা ।
-এখন দেখঃ আমরা অধিকাংশ সময়েই আস্তিক পরিবারে জন্ম গ্রহন করি । তাইনা ? By default আমরা আস্তিক হই । কিন্তু বড় হতে থাকলে অনেকেই জিনিশ গুলা নিয়া ভাবতে থাকে । দিনের পড় দিন । তুই ভাবিস নাই ?
ঃ হু ।
- অনেক কিছুরই উত্তর পায় না । ধীরে ধীরে সন্দেহ হতে থাকে ...
ঃএগুলা মুক্ত চিন্তার ফসল
-হু ঠিক আছে ।কিন্তু তারা GOD নেই তারো প্রমান পায় না ....পায় ? কেউ প্রমান করছে আল্লাহ নাই ?
ঃনা সেই ভাবে পায় না কিন্তু বোঝাই যায়..
-দাঁড়া । তুই একটা জিনিশ সম্পর্কে জানিস ই না । আছে কি না সেইতাও জানিস না । নাই যে তাও নিশ্চিত না । কিন্তু তুই Logical. জিনিশ গুলা নিয়া ভাবিস । "মুক্ত চিন্তা" করিস । তাইলে বলঃ যা আছে বা নাই প্রমান করতে পারতেসিস না তা নিয়া কি সিদ্ধান্তে আসা যায় ?
ঃজানি না ।
- সেইটাই ; তুই জানিস না এখনো ! কিন্তু তুই ধরে নিছিস সে নাই ! এটা কেমনে তুই প্রমান করলি ? যা জানিস তা ধরে নিলি..তুই ও তো তাইলে আরেক ধর্মেই পড়ে গেলি ।
ঃহু আসলে...- এদের বলা হয়ঃ Agnostic/skeptic . যারা মনে করে GOD আছে কি নাই তা বের করা যায়না । Bertrand Russell ছিলেন এরকমঃ
"As a philosopher, if I were speaking to a purely philosophic audience I should say that I ought to describe myself as an Agnostic, because I do not think that there is a conclusive argument by which one can prove that there is not a God."
~Am I An Atheist Or An Agnostic? (subtitled A Plea For Tolerance In The Face Of New Dogmas)
কিন্তু তুই ধরে নিসিস GOD নাই । তুই Agnostic না । তুই নাস্তিক । কেন বল তো ?
ঃ কেন ?
- কারন সমাজের কোন কিছু দেখে তোর মনে হইছে GOD নাই । কারন আস্তিক থেকে , Logically প্রমান না পাইলে Agnostic হউয়াই উচিৎ আগে । কেননা আস্তিক আর নাস্তিক এই দুই মেরুর মাঝখানে agnosticism.
এখন, agnostic হবার পর তোর কোন কারনে মনে হইছে GOD থাকতে পারে না ।
এটা মনে হবার কারন জিবনের কিছু একটা হিসাব তোর মিলে নাই । কিছু একটা দেখে তোর মনে হইছেঃ GOD থাকলে এরকম হয় নাকি ???? অথবা তুই GOD এর উপর অনেক ক্রোধান্বিত হইছিইস কোন কারনে । সেই রাগ/হতাশা থেকে তুই প্রমান ছাড়াই তাকে অস্বীকার করেতেছিস ।
ঃ কি সব বলতেছিস ? আরে নাহ
- ভালো করে ভাবে দেখঃ যেমন অনেকেই ভাবে GOD তো কোন help ই করে না । কত দোয়া করলাম । বরং আমারই কপাল খারাপ হইলো । আসলে GOD নাই । যা করার নিজেরেই করতে হয় ...এরকম কিছু? কিংবা কর্মই তো সব ; নামায কালাম পইড়া লাভ তো হয় না...
ঃনা তা না । কিন্তু এগুলা তো আছেই...
- না ; নাই । আল্লাহ তায়ালা দুনিয়া কে পরীক্ষাগার হিসাবে সৃষ্টি করেছেন । সব কর্মের ফসল হাশরের ময়দানে দেয়া হবে ।
যাক সেইটা কথা না । তুই কিভাবে যা জানিস না তা ধরে নিলি ? ধরে নিতে চাস না বলেই তো ধর্ম ছাড়লি ...
ঃ হুম ! ভাবতে দে ...ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে হবে মনে হচ্ছে....
- আমি বলি ? তুই নরমাল না । You are mentally traumatized
বি দ্রঃ লেখাটি সম্পূর্ণ ভাবেই নাস্তিকদের উদ্দেশ্য করে লিখা ।কারন লেখা পড়ে অনেকেই হয়তো ভাবতে পারেন skeptic / agnostic হবাই তো উচিৎ আমাদের । আসলে একজন মুক্ত মনের যুক্তিবাদী মানুষ মুক্ত মনে ইসলাম কে খতিয়ে দেখলে মুসলিম হতে বাধ্য একদিন না একদিন( এটা নিয়ে ও একদিন আলোচনা করবো ইনশাল্লাহ) । কিন্তু নাক্তিকতা ভিন্ন জিনিশ । তারা মুক্ত মনের নয় । আর সেইটা দেখানোই আমার মূল উদ্দেশ্য ।
http://en.wikipedia.org/wiki/Agnosticism
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




