
২৭ জুন ২০১৬ । আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আজকের এই দিনে জনপ্রিয় ব্লগার সামু পাগলা০০৭ এর ব্লগ বাড়িতে যাত্রা শুরু একটা আড্ডা পোস্ট। ঈদের আমেজকে সামনে রেখে শুরু হওয়া সেই আড্ডা ছিল গান, কবিতা, ছড়া, গল্প, ধাঁধা আর কৌতুকে ভরপুর তাই অতি অল্প সময়ের মাঝেই আড্ডাবাজদের নিয়মিত আস্তানায় পরিণত হয়। ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই তার কথার যাদু দিয়ে সব সময় আড্ডা মাতিয়ে রাখতেন বলে অচিরেই আড্ডার সর্দার উপাধিতে ভূষিত হন।
নিয়মিত অনিয়মিত মিলিয়ে দেড়শোর বেশি আড্ডাবাজের আনাগোনায় মন্তব্যের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ৪৮৫২টি মন্তব্য এবং ৩৩১১টি প্রতিমন্তব্যের পর সামু ক্লান্ত হয়ে আর কমেন্ট লোড করতে পারছিলো না (এখনো পারে না
সামুর ইতিহাসে সব চেয়ে দীর্ঘস্থায়ী এই আড্ডার হোস্ট নিজে কানাডাতে থাকলেও বাংলাদেশে অবস্থানরত আড্ডাবাজদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। আড্ডার সর্দার হেনা ভাই উপহার হিসেবে ওনার নিজের জীবনের গল্প দিয়ে সাজানো স্বপ্ন বাসর বইটি আড্ডাবাজদের ডাকযোগে পাঠান। বইটি সবাইকে এতোটাই আকর্ষণ করে যে মোটামুটি প্রত্যেকেই এক বসাতেই বইটি পড়ে শেষ করেন। তার মধ্যে দুজন ব্লগা্রতো (একজন চট্টগ্রাম এবং অন্যজন সিলেট থেকে) হেনা ভাইকে চমকে দিতে হেনা ভাইয়ের বাড়ি রাজশাহী পর্যন্ত চলে যান।
সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষ থেকে থেকে প্রায় প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর রাখা বড় ভাই ছোট ভাই সম্পর্ক গড়ে উঠা, আপনি আপনি থেকে তুই তুই করা ভালো বন্ধু, অন্তত হালি খানেক ব্লগারের প্রথম চাকরি পাওয়া, প্রথম বিবাহ
হেনা ভাইকে হারিয়ে সেই আড্ডাঘর আজ ফাঁকা
আড্ডাবাজদের প্রিয় কিছু গান:
আবার জমবে মেলা
ভালোবাসবো বাসবো রে বন্ধু
আমার সারাটা দিন মেঘলা
মাঝ রাতে চাঁদ যদি
অলির কথা শুনে বকুল হাসে
Spice Girls - Viva Forever
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



