আমরা কম বেশি সবাই আমাদের পিসির সুরক্ষার জন্য এ্যান্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু আপনার এ্যন্টিভাইরাসটি ঠিকমতোন কাজ করছে কিনা কিভাবে বুঝবেন?
চলুন খুব সহজেই আপনার এ্যান্টিভাইরাসের ক্ষমতা পরীক্ষা করা যাক।
১) প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন।
২) উক্ত নোটপ্যাডে নিচের লেখা কপি করে পেস্ট করে দিন। X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
৩) এরপর সেভ করুন।
পরীক্ষা করার জন্য আপনার প্রাথমিক কাজ সম্পন্ন। এবার উক্ত সেভ করা নোটপ্যাড ফাইলটিতে রাইট বাটন ক্লিক আপনার পিসিতে ইনস্টল করা এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নিন।
দেখুন তো কোন ইফেক্টেড ফাইল ধরা পরে কিনা। যদি না পরে তাইলে আপনার এ্যান্টিভাইরাস মোটেই কাজ করছে না। পিসির সুরক্ষার জন্য এখন না হয় অন্য কোন ব্যবস্থা নিন।
ও...আরেকটা কথা। আপনার নোটপ্যাডে সেভ করা লেখাটা কিন্তু কোন ভাইরাস নয়। এ নিয়ে ভাবনার কিছু নেই।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




