মৌন সময় গুলোকে শব্দের আঙ্গিকে ধরে রাখার অসাধ্য কে তুমি সাধন করতে পার অবলীলায়।আমার না বলা কথা,চুপচাপ পাশাপাশি বসে থাকা- সবকিছু অদ্ভুত এক বাঙময়তায় ফুটে উঠে তোমার প্রকাশভঙ্গীর দক্ষতায়।
তুমি আমাকে অহর্নিশ বেঁধে রাখ তোমার নিজস্ব অনুবাদের ফ্রেমে।আমার ভ্রু কোঁচকানোর মত সাধারণ শারীরিক ভাষা তোমার অনুবাদশৈলিতে পড়ে হয়ে যায় -'আমাকে তোমার আর ভালো লাগেনা' র মত অসম্ভব কাল্পনিক অভিযোগে।তোমার পাশে বসে থাকা ভালোলাগা সময়গুলোকে চুপচাপ মুগ্ধতায় উপভোগকে তুমি বল-'আমার সাথে কথা বলতে এখন আর তোমার ভালো লাগেনা।'
এই রকম হাজারো অনুবাদের অভিযোগের তীরে প্রতিদিনই বিদ্ধ হই আমি।ছোটখাট এই অভিযোগ গুলোকে মনযোগ না দেয়ার কৌশল ইতিমধ্যেই আমার করতলগত।তুমি বল-আমি চুপচাপ উদাশীন শুনে যাই।তোমার অনুবাদের অভিযোগ গুলো আর ও মনযোগ দাবী করে আমার কাছে,আমি জানি।কিন্তু,তোমার কাল্পনিক এ ধরনের অভিযোগকে মনযোগ দিয়ে আর ও সমৃদ্ধ করা উচিত কিনা সে চিন্তায় আমি নিজের ভিতর আর ও বেশি করে গুটিয়ে যাই।
'তোমার স্পর্শের লোভে ফুটে আছি,যেন বা গোলাপ'
কোথায় যেন পড়েছিলাম কিংবা শুনেছিলাম।তোমার স্পর্শের শিহরণে বিহ্ববল হয়ে পড়ে থাকটাই যেন ভবিতব্য।
এতটা স্পর্শকাতর কি ছিলাম কখনো!
এমন তো নয় যে,আমার জীবনে প্রথম নারী তুমি;এমন তো নয় যে,এর আগে নিবিড় স্পর্শের মহুয়া পান করা হয়নি।তারপরও ডুবে যেতে থাকি কোন এক রহস্যের অতলে,যেখান থেকে আমার আর ফেরা হয়না।না ফেরা সেই ভাল লাগার অতল থেকে ভেসে আসে তোমার ফিসফিসে অনুযোগ...
'ভালবাসলে মানুষ কখনো এত শীতল থাকেনা..।'
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




