হেল্লো সামুর অল ওডিয়েন্সেস থুক্কু রিডার্স, রেডিও নো-হোয়ার থেকে বলছি আর জে (রিডার জকি
তো যাই হোক ডিয়ার রিডার্স, আজাইড়া প্যাচাল বাদ, এই ডিসগাসটিং জিনিসটা আমি একেবারেই টলারেইট করতে পারিনা। কিছুক্ষণ পরেই রিলিজ হতে যাচ্ছে ঈউঠার্নের প্রথম সলো এলবাম হিপহপ ধাচের এন্ড অফকোর্স ক্লাসিকাল বাংলা তালে ঢাকাসিটি রি-ডিফাইন্ড,
তো রিডার্স অনেকখন আমরা চুটিয়ে আড্ডা পিটালাম, নাউ লেটস হিয়ার এ সং ফ্রম দা নিউ রিলিজড এলবাম, হিয়ার খামস টাইটেল সং ঢাকা সিটি রিডিফাইন্ড , প্রেজেন্টেড টু ইউ বাই গডগোট ফুয়াদ ফিচারিং ঈউঠার্ন! আর আমাদের সাপোর্টের জন্য ই-উ-টি-ইউ-আর-এন লিখে এস/এম/এস করুন জিরো-ফোর-টু-জিরো নম্বরে, লাকি উইনার্স পাবেন ব্যাংককের প্লাটিন্যুম মার্কেট থেকে কেনা সুন্দর সুন্দর সব ভেনিটিব্যাগ!
♫ ♫ ♫ ♫ ♫ ♫
[বিকৃত একটি পুরুষের কন্ঠ শোনা যাবে, গান্জা খেতে খেতে ভোকাল কর্ড নড়েনা, এই টাইপ]
♫ হাই.......আমি ফুয়াদ, এন্ড আপনারা শুনছেন মাই নিউ এলবাম ফুয়াদ ফিচারিং ঈউঠার্ন.......আপাতত: আর কিছু মনে পড়ছেনা, [ডিজে টাইপ স্ক্র্যাচিং] ইয়েস... ইটস এনাদার ফুয়াদ প্রোডাকশন! ♫
[জিপ-জনের র্যাপ ] ♫ ইয়ো জন অন দা মাইক ....।
Its All about things only we like..........
Dhaka city a race zone
me & U-turn, all mofizs gone! ♫
কম্পিউটারে মডিফাইড ঈউঠার্নের গলা ভেসে আসবে, অবশ্যই বেদের মেয়ে জোসনা - টাইপ কোন একটা গানের আদতে করা মিউজিক
[দূর থেকে ভেসে আসা ফুয়াদের মডিফাইড গলা]
♫ হেই ইয়ো ঈউঠার্ন, তুমি বগল বাজাতে পারবা?
[ঈউঠার্ন - অট্টহাসি] খি ঝানি, আগে তো কখনো ট্রাই করি নাই ♫
[অদ্ভূত আর বিকৃত কিছু শব্দ শোনা যাবে]
♫ ডিগিডিগি গাম গাম ডাম ডাম.....। ডিগীগিডি ডাগ ডাগ গাম ডাম...
♫ দেখো বাসে ট্রেনে দলে দলে
মফিজের দল ঢাকা ছাড়ে
যদিও নেই কোন তালে,
আজকে হরদম হবে ফুর্তি,
ফাকা রোডা ছোটাবো গাড়ি
যদি জনের মনটা গলে! ♫
জন যে যানে না, গ্যাস স্টেশনের ঠিকানা,
গ্যাস চলে গেলে আওয়ার কি হবে.................... ♫
আই এম এ ঢাকাসিটি পপস্টার! (রাপ- পাপ - পা )
জন ইজ মাই হিরো গ্যাংস্টার ♫
আই এম এ ঢাকাসিটি পপস্টার! (রাপ- পাপ - পা )
জন ইজ মাই হিরো গ্যাংস্টার .................♫
সো রিডার্স, ইউ আর লিসেনিং টু ফুয়াদ ফিচারিং ঈউঠার্ন, শুনতে থাকুন আর পলিথিন ব্যাগ নিয়ে বসুন, ঘর নোংরা করবেন না, অ্যাম উইল বি উইথ ইউ এক্সক্লুসিভলি অন রেডিও নোহোয়ার!
এডিটেড: যারা সেই বিখ্যাত পুস্ট মিস করেছেন, গুগুলের ক্যাশ থেকে দেখুন: Click This Link
আর তার ফুয়াদ বিষয়ক পোস্টের লিংকু এইখানে
তবে ইউটার্নের ব্যান টা সমর্থন করতে পারছিনা, পুরো ব্লগ বাতিল সমর্থন করতে পারছিনা।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



