সাদা কাগজ ও একটি কলম,
লিখছি, কাটছি আবার লিখছি
শব্দের পর শব্দ আসছে
কিন্তু, কোথায় যেন একটা কি নেই।
অর্থের অনর্থের চিন্তা করে করে মিলছেনা কিছুই,
শব্দের সাথে শব্দ, বাক্যের সাথে বাক্য জোড়া দিয়ে
কিছু একটা করার প্রয়াস বার বার হারাচ্ছে তার ছন্দ।
ওরা অভিমান করে
দূরে সরে আছে একে অপরের থেকে
সেই আনন্দে ওরা মুখ টিপে হাসছে ,
নিস্ফল চেষ্টাগুলো তাড়িয়ে বেড়াচ্ছে
ছুটছি কি এক তাগিদে।
তা কি মেলানোর প্রয়াস নাকি ব্যর্থতার ভয়?
শব্দ, বাক্য, ছন্দগুলো হয়ত আছে
নিজেদের মতোই একে অপরের সাথে,
ছুটছি কেবল আমিই
অপূর্ণতার বিলাসিতায়।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




