সামহয়ার ইন নামক একটা ব্লগ আছে , এটা আমি প্রথম জানতে পারি চোরাবলির কাছ থেকে । একই সময়ে আরেক জন এইব্লগেরকথা জানান। যিনি আবার হাসিন হায়দার ভাইয়ের পরিচিত। এরপর থেকে এই ব্লগটি আমার খুব প্রিয় হয়ে উঠেছে। সত্যি লিখছি ব্লগ লিখতে শুরু করেছি ব্লগ কি জিনিষ এ সমন্ধে বিন্দুমাত্র ধারনা না নিয়ে । নেটেই পেলাম ব্লগ শব্দটিকে। ব্লগ শব্দটি একটি নতুন শব্দ । এর আগে একে ডাকা হত অনলাইন ডায়েরী নামে। নেটে অনেকে দিনপঞ্জি লেখা শুরু করে। তারা কেউ সাংবাদিক, কেউ লেখক , এরা নিজেদের বণর্নাকারী হিসেবেই পরিচিয় দিত। 1994 সাল থেকে জাস্টিন হল তার দিনপঞ্জি লিখে চলছেন, তিনি আদি যুগের একজন ব্লগার। ব্লগ শব্দটির কোন আভিধানিক অর্থ এখনও আমি বের করতে পারিনি । তবে ব্লগ শব্দটি চালু হবার আগেই ব্লগারদের জন্ম। নেটে ডাইরী লেখাকে অনেকেই বলত "ওয়েবলগ", । অথ্যাৎ ওয়েবে লেখতে থাকা । 1997 সালের 17ই ডিসেম্বর র্জন বারজার এই শব্দটি চালু করেন। 1999 সালে পিটার মারহোল্জ রসিকতা করে ওয়েব লগকে" কে ভেঙ্গে করেন ইউ ব্লগ সেই থেকে ব্লগ শব্দটি চালু। এই শব্দটিকে ইংলিশে (মার্কিন দেশে ) ক্রিয়া বিশেষ্য দুই ভাবেই দেখা হয় ( যদিও এখনও এটা ডিকশনারিতে ঠাই পায় নি) । ব্লগ মানে তাই কারো রচনা ( অবশ্যই নেটে) আবার ব্লগ মানে কোন কিছু সম্পাদনা করা । বিভিন্ন ধরনের ব্লগ আছে । ব্যক্তি জীবনের ছবি নিয়ে আছে ভিডিও ব্লগ নাম ভ্লগ।ফটো বা ছবির জন্য আছে ফটোব্লগ। বিভিন্ন লিংক নিয়ে গড়ে ওঠে লিংক লগ। আবার ডিভাইস ব্যবহার এর উপর আছে আলাদা নামের ব্লগ, মোবাইল ফোন বা পিডিএ ব্যবহার করে যারা লিখে তার নাম মব্লগ আবার বিষয়ভিত্তিক লেখা নিযে ব্লগগুলো সেই নামে পরিচিত। যেমন পলিটিকাল ব্লগ। বর্তমানে সবচেয়ে বড় ব্লগের নামটি হচ্ছে ঝাঙ্গা চীনদেশের এই ব্লগটির যাত্রা শুরু হয়েছিল 1996 সালে মাত্র 100 জন দিনপঞ্জি লেখককে নিয়ে। 2005 এ ডিসেম্বর এর লেখক সংখ্যা গিেেয় দাড়ায় 50,000,000 জন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



