প্রথমেই ব্লগার বড় ভাই/বোনেরা আমার ব্লগীয় সালাম নেন
হাহ! ৬মাস ১ সপ্তাহের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পর ফাইনাল্লি আজকে আবিস্কার করলাম যে আমি এখন থেকে কারিনা'স হাজবেন্ড (সেইফ) ব্লগার । চরম ফিলিংস {সুস্থ দাতের সুন্দর হাসির ইমো
ইক্টু দুক-সুখের প্যাচাল পারিঃ-
ব্বাইরে, সেইফ হতে হলে যে ধৈর্যের অগ্নি পরিক্ষায় অবতীর্ণ হতে হয় ব্যাপারটা একদমই অজানা ছিল
ব্লগে নিক ওপেন করার পর থেকে প্রায় প্রতিদিনই লগ-ইন করতাম, আর লগ-ইন করে প্রথমেই দেখতাম ওয়াচম্যান দাদুর নেক নজর আমার দিকে পরল কিনা
ওয়াচে থাকার সময়টা সত্যিই খুব খারাপ ছিল
অতঃপর ৫মাস পর, ১৯ সেপ্টেম্বর ব্লগে ঢুকে দেখি আমার জন্য কমেন্ট বক্স ওপেন করে দেয়া হয়েছে
ব্যাপক খুশি হয়ে সবাইকে মিষ্টি মুখ করাতে দুই হাতে মিষ্টি আলু বিতরন করি ( যারা মিষ্টি আলু মিছ করছেন তাদের জন্য
তার ঠিক দুই দিন পর ''দাড়িপাল্লা ব্লগ'' ট্রাজেডির রাতে ''উপুর্যপরি মন্তব্যের'' দায়ে আমাকে আবার কমলা বাত্তি ওয়ালা ওয়াচম্যান দাদুর হাতে সোপর্দ করা হয় । আমি পুরাই টাস্কিত হয়ে
থাক! বহুত প্যাচাল পারলাম, আজকের মত অফ যাই।
ব্লগার ভাই বোনেরা আমার জন্য ব্লগীয় দোয়া করবেন, আমি যেন সর্বদা সুস্থ ব্লগীং এর সাথে থাকতে পারি । আপনাদের সকলের সহযোগীতা এই নাদান বাচ্চাটার একন্ত ভাবে কাম্য
হঠাৎ করে বাত্তির রঙ পাল্টিয়ে দেয়ার জন্য মডু আংকেল/আন্টিদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি
এর আগে জেনারেল হয়ে মিষ্টি আলু দেয়ার পর ওয়াচম্যান দাদুর ডাক পরছিল, সেই ভয়ে আজকে সেইফ হয়ে এবার এক্কেবারে হট-রেড-চিলি দিলাম
ভালো না লাগলে এইটা ট্রাই করতে পারেন সুইট চিলি
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




