সামনে পরীক্ষা, বাংলায় যে কিছু লিখতে বসবো, তার সময় কই? অথচ আমি যে ব্লগ এ কমেন্ট করতে চাই, গোয়া আর কেরালা ভ্রমনের ব্লগ গুলো পড়ছি, সেগুলতে কমেন্ট করতে পারছি না
এখন ঠিক করলাম, রোজ একটা করে প্রিয় গানের লিরিক্স পোষ্ট করবো। বাংলায় টাইপ করতে এখনো অভ্যস্ত নই, তাই কি আর করা, গানের লিরিক্স ই পোষ্ট করব :-& ।
আমি তোমাকে বলে দেব
সঞ্জীব চৌধুরী------
আমি তোমাকেই বলে দেব
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেটে গেছি বিরান পথে।
আমি তোমাকেই বলে দেব,
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভূল দরজায়
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া,
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল।
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া,
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া।
তবে এই হোক ফিরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রং তুমি জোছনার ছায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


