
গড়লের ইচ্ছা হোক সকল মনের
একান্ত মহান ইচ্ছা। যুদ্ধ যাক থেমে
প্রাণী মন ভরে থাক প্রাণীদের প্রেমে
দু’চোখ জড়ায় যেন শান্তির নিদ্রায়।
সাড়ে দশ বছরের সুদীর্ঘ ক্ষণের
গড়লের শান্তি ইচ্ছা যুদ্ধে নীচে নেমে
পদপৃষ্ঠ হয় আজ! মরণের গেমে
উন্মত্ত রাক্ষস কুল রক্তের তৃষ্ণায়।
লাখের একটি কথা গড়ল বলেন
স্বল্পভাষী শান্তমন ক্রোধ মুক্ত খুব
সেথায় গরল নেই। নিভৃতে চলেন
দিয়ে নিজ ভাবনায় চিরন্তন ডুব।
পোষ্ট তার বেশী নয় সাধ আছে তবে
মনোযুগী পাঠকের প্রতি অনুভবে।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




