
সূরাঃ ৫৫ রাহমান, ২৬ নং ও ২৭ নং আয়াতের অনুবাদ-
২৬। তাতে সব বিলিন হয়
২৭। আর বাকী থাকে তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব।
সহিহ বোখারী ৬৯ নং হাদিসের (ইলম অধ্যায়) অনুবাদ-
৬৯। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত। হযরত নবি করিম (সা.) বলেছেন, তোমরা সহজ পথ অবলম্বন কর, কঠিন করে তুলবে না এবং সুখবর দাও। বিরক্তি-অস্বস্তি সৃষ্টি করবে না।
* সহজ হিসাব: আল্লাহ এবং অন্য সবকিছু এক রকম নয় ১। অন্য সব কিছু বিলিন হয় ২। আল্লাহ বিলিন না হয়ে বাকী থাকেন। সুতরাং ১। অন্য সব কিছু সসীম ২। আল্লাহ অসীম।কারণ সসীম বলেই অন্য সব কিছু ফুরিয়ে গিয়ে বিলিন হয়। অসীম বলেই আল্লাহর ফুরিয়ে যাওয়া অসম্ভব, সেজন্য তিনি বাকী থাকেন।সুতরাং ধরে না রাখলে অন্যসব কিছু বিলিন হয়ে শুধুমাত্র আল্লাহ বাকী থাকেন। কিন্তু ধরে না রাখলেও আল্লাহ বিলিন না হয়ে বাকী থাকেন।
সূরাঃ ১১২ ইখলাসের অনুবাদ-
১। বল, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়।
২। আল্লাহ অমুখাপেক্ষী।
৩। তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন।
৪। আর তাঁর সমতুল্য কেউ নেই।
* বিলিন না হয়ে বাকী থাকার কারণে আল্লাহ দেখেছেন তিনি এক-অদ্বিতীয়। তিনি পিতা-মাতা, স্ত্রী-সন্তান বা অন্য কারো মুখাপেক্ষী নন। কারণ এসবের কিছুই তখন ছিল না।তিনি ছাড়া আর কেউ যখন ছিলই না তবে আর কেউ তাঁর সমতুল্য কেমন করে হয়?
সূরাঃ ২ বাকারা ১১৭ নং আয়াতের অনুবাদ-
১১৭। আকাশ মন্ডলী ও পৃথিবীর দৃষ্টান্ত বিহীন নতুন স্রষ্টা। আর যখন তিনি কোন কিছু করতে সিদ্ধান্ত করেন তখন উহার জন্য শুধু বলেন ‘হও’ আর উহা হয়ে যায়।
* পুরাতন সব বিলিন হওয়ায় আল্লাহকে নতুন স্রষ্টা হতে হয়েছে। তিনি সকল সসীমকে সীমা দিয়ে হও বলার পর সকল সসীম হয়েছে। সেজন্য তিনি সকল সসীমের সৃষ্টিকর্তা।
সহিহ মুসলিম, ২৪৯ নং হাদিসের (কিতাবুল ঈমান) অনুবাদ-
২৪৯।হযরত আবু হুরায়রা (রা.) কর্তৃক বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কাছে লোকেরা প্রতিটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে থাকবে। শেষ পর্যন্ত এও বলবে যে, আল্লাহ প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন, কিন্তু তাঁকে সৃষ্টি করেছে কে?
সহিহ মুসলিম, ২৫০ নং হাদিসের (কিতাবুল ঈমান) অনুবাদ-
২৫০। হযরত আনাস ইবনে মালিক (রা.)কর্তৃক বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, মহান পরাক্রমশালী আল্লাহ বলেন, তোমার উম্মত হঠাৎ এ ধরনের কথা বলবে। যেমন তারা বলবে, আল্লাহ প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন, কিন্তু তাঁকে কে সৃষ্টি করেছে?
* আল্লাহ প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন, কিন্তু তাঁকে কে সৃষ্টি করেছে? সব কিছু বিলিন হয়ে আল্লাহ বাকী থাকায় আল্লাহকে সৃষ্টিকরার মত কেউ ছিলই না। সুতরাং আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। বিলিন হওয়ার কারণে আল্লাহ ছাড়া অন্য কিছু ছিলই না, সেজন্য আল্লাহকে অন্যসব কিছু সৃষ্টি করতে হয়েছে। তথাপি কতিপয় ব্যক্তি আল্লাহর কুফুরী করে বলে, আল্লাহ কিচ্ছু সৃষ্টি করেননি সব কিছু এমনি এমনি হয়েছে। আল্লাহ বলতে কিচ্ছু নাই। তো এমনি এমনি সব কিছু হলে এমনি এমনি আল্লাহ হবেন না কেন? সুতরাং এমনি এমনি আল্লাহর হওয়া অস্বীকার করার কোন সুযোগ নেই। সুতরাং আল্লাহ বলতে কিচ্ছু নেই এটা একটি জঘণ্য মিথ্যা কথা।
বস্তু ও শক্তির মধ্যে শক্তির গতি অনেক বেশী। সুতরাং এমনি এমনি শক্তি হয়ে তা’ বিবর্তিত হয়ে ক্ষুদ্র শক্তি থেকে বৃহৎ শক্তি হয়ে অসীম সর্বশক্তিমাণ হয়েছেন। অন্য সব কিছু তখন বিলিন হওয়ায় ব্যতিব্যস্ত ছিল। আল্লাহ তখন তাদেরকে সীমাদিয়ে আটকিয়ে প্রথমে তাদের বিলিন হওয়া ঠেকালেন। তারপর তিনি তাদেরকে হও বলার পর তারা হলো। সেজন্য আল্লাহ সৃষ্টিকর্তা এবং অন্য সব কিছু তাঁর সৃষ্টি।
# এপ্রিল ফুল হলো তারা যারা আল্লাহর কুফুরী করে। মুমিনগণ হলেন বুদ্ধিমাণ প্রাণী।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




