
নাস্তিক আস্তিকে টানে এস ভাই বুকে
আস্তিক স্বরোষে বলে ছেড়ে দাও যাই
তোমার বিজ্ঞান শুনি সে সময় নাই
ঈশ্বর বিশ্বাসে কারো লাগে না বিজ্ঞান।
সাধারণ জ্ঞানেতেই বুঝা যায় যাকে
সেখানে বিজ্ঞান কেন টেনে আন ভাই
স্বজ্ঞানে ঈশ্বরে মানি আমরা সবাই
চাই না এ ক্ষেত্রে কারো বক্তব্য প্রদান।
নাস্তিক তখন বলে ধর্মান্ধের দল
পৃথিবীর আবর্জনা করবই সাফ
তোদের সকল কান্ড করব অচল
এবার আর পাবি না তোরা কেউ মাফ।
এরপর শুরু হয় সুকঠিন যুদ্ধ
জয়ী দল পরাজিতে করে ফেলে শুদ্ধ।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




