
সূরাঃ ৫৫ রাহমান, ২৬ নং ও ২৭ নং আয়াতের অনুবাদ-
২৬। তাতে সব বিলিন হয়
২৭। আর বাকী থাকে তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব।
সূরাঃ ১১২ ইখলাসের অনুবাদ-
১। বল, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়।
২। আল্লাহ অমুখাপেক্ষী।
৩। তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন।
৪। আর তাঁর সমতুল্য কেউ নেই।
সূরাঃ ৬ আনআম, ১০১ নং আয়াতের অনুবাদ-
১০১। তিনি আসমান ও জমিনের দৃষ্টান্ত বিহীন নতুন স্রষ্টা, তাঁর সন্তান হবে কিরূপে? তাঁর তো কোন স্ত্রী নেই। তিনিতো সব কিছু সৃষ্টি করেছেন।আর সব কিছু সম্পর্কে তিনি জানেন।
সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তাঁর।কে সে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করবে? তাঁর সামনে পিছনে যা কিছু আছে তা’ তিনি জানেন।তাঁর ইচ্ছা ছাড়া তাঁর জ্ঞানের কিছুই কেউ আয়ত্ব করতে পারে না।তাঁর ‘কুরসী’ আকাশ ও পৃথিবী জুড়ে বিস্তৃত।এ দু’টির হেফাজত তাঁকে ক্লান্ত করে না।আর তিনি পরম উচ্চ-মহিয়ান।
* আল্লাহ দেখেছেন সব কিছু বিলিন হয় তিনি বাকী থাকেন। সেজন্য তিনি ছিলেন এক ও একমাত্র। তিনি ছাড়া আর কিছু না থাকায় তাঁর অন্য কারো মুথাপেক্ষি হওয়া সম্ভব ছিল না। তিনি ছাড়া আর কিছু না থাকায় তাঁর স্ত্রী ছিল না। সুতরাং তাঁর সন্তান হওয়া সম্ভব ছিল না। তিনি ছাড়া আর কিছু না থাকায় তাঁর পিতা-মাতা ছিল না। তিনি ছাড়া আর কিছু না থাকায় তাঁর সমতুল্য কেউ ছিল না। তিনি সব কিছু সৃষ্টি করায় এবং তিনি কাউকে তাঁর সমতুল্য করে সৃষ্টি না করায় তাঁর সৃষ্টি থাকার পরেও কেউ তাঁর সমতুল্য নয়। কোনভাবে আল্লাহ বিলিন না হওয়ায় এবং তাঁর প্রাণ থাকায় তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তিনি ছাড়া আর কিছু না থাকায় তাঁর প্রাথমিক অবস্থার কোন সাক্ষি ছিল না। সেজন্য সাক্ষি দ্বারা তাঁকে প্রমাণ করা সম্ভব নয়। সেজন্য তিনি তাঁকে বিশ্বাস করতে বলেছেন। তবে আলামত দ্বারা তাঁকে প্রমাণ করা যায়।
আল্লাহর বিদ্যমাণতার কারণ বিলিন না হয়ে বাকী থাকা। আল্লাহ ছাড়া অন্য কিছু এমনি এমনি না হওয়ার কারণ বিলিন হওয়া।
আল্লাহ বিলিন না হয়ে বাকী থাকায় তিনি অসীম। কারণ অসীম হলো অফুরন্ত। সেজন্য অসীম বিলিন হয় না। সসীম বিলিন হওয়ার কারণ সসীম অফুরন্ত নয় সেজন্য সসীম ফুরিয়ে গিয়ে বিলিন হয়। সসীম এমনি এমনি হয়নি কারণ তার পূর্বে তার সীমা দাতা থাকার দরকার ছিল। অসীম এমনি এমনি হতে পেরেছেন কারণ তাঁর পূর্বে তাঁর সীমা দাতা থাকার দরকার ছিল না। সুতরাং কোন কিছু এমনি এমনি হয়নি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন।
সূরাঃ ২ বাকারা ১১৭ নং আয়াতের অনুবাদ-
১১৭। আকাশ মন্ডলী ও পৃথিবীর দৃষ্টান্ত বিহীন নতুন স্রষ্টা। আর যখন তিনি কোন কিছু করতে সিদ্ধান্ত করেন তখন উহার জন্য শুধু বলেন ‘হও’ আর উহা হয়ে যায়।
* আল্লাহ ছাড়া আর সব কিছু সসীম। সসীমদের সৃষ্টি করতে আল্লাহ সীমা দিলেন। সেজন্য তারা বিলিন হওয়া থেকে রক্ষা পেল। তারপর সসীমদেরকে আল্লাহ ‘হও’ বলায় তারা হয়ে গেল।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




