
তুমি আসতে চাঁপার তলায়। আমি দেখতাম দু’চোখ ভরে।আমার জন্যই আসতে কি? আমি পাইনি কোন দিন, সেই প্রশ্নের উত্তর।
ফুলের চেয়েও তুমি সুন্দরী ছিলে।মনে মনে গাইতাম- আল্লাহ এ ফুল তোমারি দান।
তুমি চুলে গুঁজে দিতে চাঁপার ফুল।তোমার সৌন্দর্য আরো বেড়ে যেত। তুমি কারণে অকারণে কাছে কাছে থাকতে চেষ্টা করতে, বিষয়টা উপভোগ করতাম।
তুমিও কিছু বলনি আমিও কিছু বলিনি। খুব আফসোস হয় কেন বলিনি সেজন্য।
তারপর দু’জন দু’দিকে হারিয়ে গেলাম। এখন তুমি কোথায় কেমন আছ, কিচ্ছু জানি না। তথাপি অনেক মনে পড়ে সেই চাঁপা তলার কথা। কারণ শুধুই তুমি হে চাঁপার রানী।
তোমার স্মৃতি আমাকে বার বার তাড়িয়ে নিয়ে যায় সেই চাঁপার তলায়। তুমিহীন চাঁপার তলা জমিদারী হারানো কোন ভিখারী যেন। নেই যেন তার সেই আগের জৌলুস। সেথা নেই তোমার নুপুরের ধ্বনি। পাশের পুকুরে এখনো সাদা হাঁসেরা ভাসে। আমর চোখ তাতে আকৃষ্ট হয় না।
পুকুরের ঘাটলায় বসে তোমার অপেক্ষায় থাকি। এক ঝাঁক বান্ধবী নিয়ে তোমার আগমন ঘটবে বলে। মাঝ বয়সী নারী দল। কি আলাপ হবে কে জানে? হয়ত বলবে তোমার ছেলে-পুলেরা কে এখন কি করে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। তুমি চলে যাবে। আমি দেখব তোমার চলে যাওয়া। প্রতিক্ষার অবসান হয়। তুমি আসো না। তথাপি আমি বার বার ফিরে আসি স্মৃতি তাড়িত হয়ে। চাঁপার রাণী শুধু তোমার জন্য।
# কিছুটা বাস্তব, কিছুটা কল্পণা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




