ব্লগ নাজানি কি? সেটা জানার জন্য ব্লগে লোক হুমড়ী খেয়ে পড়েছিল। ব্লগ কি সেটা জানার পর যারা ব্লগের প্রেমে পড়ে গেছে তারা ব্লগে থেকে গেছে। আর যারা ব্লগের প্রেমে পড়েনি, তারা ব্লগ ছেড়ে চলে গেছে। কারণ এখন থাকার মত আরো অনেক যোগাযোগ মাধ্যম আছে। সেসবের সাথে প্রতিযোগিতায় ব্লগ পিছিয়ে পড়ায় অনেক ব্লগ এর মধ্যে বন্ধ হয়ে গেছে। সামু এখনো বন্ধ হয়নি কারণ এটি একটি চমৎকার ব্লগ। সেজন্য এতে ব্লগ টেনেটুনে চলার মত ব্লগার থাকায় এটি কোন রকমে পা টেনে চলছে। এখন এ মরা খালকে প্রমত্তা বানাতে খনন করতে হবে।
ব্লগের খনন কাজের প্রথম কাজ হলো ব্লগের জন্য বিজ্ঞাপন জোগাড় করা। যারা বই প্রকাশ করেছেন তাঁরা তাঁদের বইয়ের বিজ্ঞাপন ব্লগে দিতে পারেন। যারা বিভিন্ন পণ্য বিক্রির প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্লগের জন্য জোগাড় করে দিতে পারেন। তাতে ব্লগের আয়-রোজগার ভালো হলে ব্লগটিম ব্লগ আর বন্ধ করবে না।
চমৎকার চমৎকার পোষ্ট দিয়ে ব্লগারগণ ব্লগকে আরো প্রাণবন্ত করে তুলতে পারেন। তাতে লোকজন অন্য যোগাযোগ মাধ্যমে সময় না ব্যয় করে ব্লগে সময় ব্যয় করবেন। আমাদের রবীন্দ্র নাথ ও নজরুলের মত লেখক প্রয়োজন। তাঁদের সাহিত্যের সব শাখায় বিচরণ ছিল। ব্লগারগণ তাঁদের মত সাহিত্যের বিভিন্ন উপাদান পোষ্ট দিলে পাঠক ব্লগারগণের পোষ্ট পড়তে আরো আগ্রহী হবে। যেমন, আলগীর সরকার লিটন শুধু কবিতাই পোষ্ট করেন। যদি তিনি গল্প পোষ্ট করেন তাহলে যে তাঁর কবিতায় আগ্রহ হারিয়েছে সে তাঁর গল্প পড়বেন। তিনি যদি পরে নিবন্ধ পোষ্ট করেন, তাহলে যে তাঁর গল্পতেও আগ্রহ হারিয়েছে সে তাঁর নিবন্ধ পড়বে। শুধু এক আইটেম নিয়ে পড়ে থাকলে পাঠক ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এভাবে সব ব্লগাররা পাঠক টানতে পারলে ব্লগ আবার সরগরম হয়ে পড়বে।
ব্লগে ধর্মহীন ও ধার্মিকদের সম্পর্ক চমৎকার থাকতে হবে। অনেকে এ সম্পর্ককে তিক্ততার পর্যায়ে নিয়ে যান। ফলে ব্লগের পরিচ্ছন্ন পরিবেশ বিনষ্ট হয়। তাতে অনেকে ব্লগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। যারা ব্লগের উন্নতি কামনা করেন তারা অবশ্যই ব্লগের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবেন।
মডু বলেছেন, ব্লগে সামান্য কয়টা গোলাপ আছে। ব্লগে এ গোলাপের সংখ্যা বাড়াতে হবে। ব্লগারগণ নিজেরাই যদি গোলাপ হয়ে উঠেন তা’হলে ব্লগে অনায়াসে গোলাপের সংখ্যা বেড়ে যাবে। উল্টো যদি তাঁরা ধুতরা ফুল হয়ে যান তাহলে তাঁদের নির্জাসে লোকেরা পাগল হয়ে দিকবিদিক ছুটে পালাবে।
ব্লগের পরিবেশ চমৎকার রাখার জন্য অপছন্দের পোষ্ট এভোয়েড করতে হবে। তা’ না করে পোষ্ট দাতাকে আক্রমণ করলে পোষ্ট দাতা ব্লগ ছেড়ে পালাবে। অপছন্দের পোষ্ট এভোয়েড করলে পোষ্ট দাতা আস্তে আস্তে তাঁর পোষ্টের পাঠক প্রিয়তা বাড়াতে পোষ্ট উন্নত করতে চেষ্টা করবেন। প্রকারান্তরে তা’ ব্লগের জন্য মঙ্গল জনক হবে।
ব্লগে পোষ্টের সাথে সাথে চমৎকার মন্তব্য বাড়াতে হবে। তাতেও তা’ ব্লগের প্রতি জনতার আগ্রহের কারণ হবে। আর পরিচিত মহলে ব্লগের প্রচার বাড়াতে হবে যেন ব্লগে উপস্থিতি বাড়ে। এভাবে সবাই মিলে চেষ্টা করলে ব্লগের মরা খাল আবার প্রমত্তা নদীর রূপ লাভ করলেও করতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১