
প্রিয়তমা প্রিয় থেকো খরচ কমিয়ে
আয় থেকে ব্যয় বড় হলেই বিপদ
ঋণেতে কমতে থাকে সঞ্চিত সম্পদ
অর্থ শূণ্যতায় হয় নিরর্থ অনেক।
বিলাশের ইচ্ছে গুলো রাখতে দমিয়ে
কিঞ্চিত সচেষ্ট হও! দেনার আপদ
ঘাড়েতে শোয়ার হলে অবস দু’পদ
চলায় অক্ষম হয় সময়ে প্রত্যেক।
স্বামী না সম্মান বড়? বুঝবে কি তবে?
অযথায় কেন তুমি কর বল রাগ?
স্বামীটা মরেই গেলে তখন কি হবে?
সেজন্য বাড়াতে হয় সঞ্চয়ের ভাগ।
অবশ্য তোমার সুখ কামনা আমার
তোমার বেজার মুখে দুনিয়া অসার।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




