
আমার কবিতা তুমি হৃদয়ের বাতি
দেখি তায় জগতের প্রত্যেক কোনায়
তোমার কীর্তির দল; সানন্দে দোলায়
গৌরবের দীপ শিখা আলোক উজ্জ্বল।
মুগ্ধতায় মজে মন কাটে দিন রাতি
নত হয়ে আসে শীর নিত্য সিজদায়
হে রব হে রব বলে ডাকি সর্বদায়
মুমিনের অন্তরের ঈমানে নির্মল।
কার কি পছন্দ হয় তা’ নয় যে জানা
আমার পছন্দ তুমি; হে রব আমার
শুনি না তোমার ক্ষেত্রে কারো কোন মানা।
মানবের চেতনার আচার বিচার
সব বাদ দিয়ে প্রিয় তোমাকেই চাই
তুমি ছাড়া ইবাদতে যোগ্য কেউ নাই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


