
একটা পুরনো ধর্ম হিসাবে ইহুদী জাতির অগ্রগতি সাধীত হয়নি। বৃটিশ-আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়ে তারা ফিলিস্তিনে মরতে গিয়েছে। সেখানে তাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেই। এমন কি হিন্দু খ্রিস্টান রাষ্ট্রও নেই।আত্মরক্ষায় তারা জানের শত্রু মুসলিম মারতে গিয়ে একটু বেশী মুসলিম মেরে ফেলছে।তাতে করে তাদের প্রতি মুসলিমদের ক্রোধ ক্রমশ বাড়ছে। সেই ক্রোধ যখন অগ্নি গিরির রূপ নিবে তখন তাদের বিলুপ্তি ঘটে যাবে। মুসলিমদের নবি (সা.) এমনটাই বলে গেছেন। অবস্থা দৃষ্টে নবির (সা.) কথা বাস্তব সম্মত মনে হয়। মুসলিমদের নবির (সা.) কথা হিন্দু ও খ্রিস্টানরা বিশ্বাস না করলেও তারা তাদের এ বন্ধু জাতির জন্য একটা অভয়াশ্রমের ব্যবস্থা করতে পারে। তার জন্য উপযুক্ত স্থান হলো আমেরিকা। সেখানে তাদের বসবাসের ব্যবস্থা করা হলে তারা নির্ভয়ে তাদের মহান আবিষ্কার দিয়ে বিশ্বকে এগিয়ে নিতে পারে।এ দিকে ইহুদীর নোভেল দিয়ে আমেরিকায় নোভেলের পাহাড় জমে যাবে। অথচ এদেরকে ফিলিস্তিনের ভূমিতে রাখায় মুসলিমদের ছোড়া রকেটে কত বিজ্ঞানীর ছাও যে মারা যাচ্ছে সে হিসাব কে রাখে। ইহুদীর হাতে মুসলিম মরছে সেটা কোন বিষয় না। কারণ মুসলিমরা তো আর কিছু আবিষ্কার করছে না সেজন্য তাদের মৃত্যূ বিশ্বের জন্য তেমন ক্ষতি কারক নয়। কিন্তু ইহুদীর মৃত্যু হলো বিজ্ঞানীর জন্ম দাতার মৃত্যু। আর মুসলিম মেরে ইহুদী মুসলিম বিশ্বাস অনুযায়ী তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিচ্ছে। এতে করে প্রকারান্তরে তারা মুসলিমদের উপকার করছে। সাকুল্য হিসাবে ইহুদী মৃত্যু হলো বেশী ক্ষতিকর। সেজন্য এটা ঠেঁকাতে ইহুদীদেরকে অতিদ্রুত আমেরিকায় স্থানান্তর করা দরকার। ভারত অবশ্য তাদের জন্য নিরাপদ নয়। কারণ ভারতের সীমান্তে তিনটা মুসলিম দেশ আছে। আর ভারতের ভিতরেও রয়েছে বিশকোটি মুসলিম। সেজন্য আমি ভারত ইহুদীদের জন্য নিরাপদ মনে করি না।
আমাদের বিজ্ঞ ব্লগার সেনাগাজী এবং শাহ আজিজ ইহুদী বিষয়ে ব্লগে যে ধারণা দিয়েছেন সে হিসাবে বিলুপ্ত প্রায় এ জাতির সংরক্ষণ ব্যবস্থা অতীব জরুরী। মুসলিমরা কোন কালে ইহুদীর মূল্য বুঝেনি সেজন্য ইহুদী বিষয়ে তাদেরকে কোন নচিহত করে মূলত কোন লাভ নেই। তাদেরকে এ বিষয়ে নচিহত করলে উল্টা তারা আমাকে ইহুদীর দালাল বলবে। তাদেরকে যদি বলি নবির (সা.) কথা অনুযায়ী একটা একটা ইহুদী খুঁজে বের করে শেষ করে দাও! তাহলে বরং তারা আমাকে সাচ্চা মুসলিম মনে করবে। কিন্তু একজন মানব দরদী হিসাবে আমি সেটা বলতে পারি না। সেজন্য আমি মানব জাতি সমূহকে বলছি তোমরা সবাই মিলে ইসরাইলী ইহুদীগুলারে আমেরিকায় নিয়ে যাও। এতে তারাও ভালো থাকুক। মুসলিমরাও ভালো থাকুক। রোজ রোজ হত্যার চিত্র দেখতে আর ভালো লাগে না। মানুষ গুলাও এমন হয়েছে যে সেই ছবিগুলাই চোখের সামনে ঝুলিয়ে রাখে। বুঝলাম মুসমলিমরা মরে মরে শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে তাদের তো সেই সব ছবি দেখে খারাপ লাগে। তাদেরতো সেই সব ছবি দেখে ক্রোধ বাড়ে। সুতরাং বিশ্ব মানবতার ইহুদী বিষয়ে কিছু একটা তো করা দরকার।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




