
বাংলাদেশের বাংলা ব্লগে পোষ্ট দিয়ে হনুমান দাদা বাংলাদেশকেই মসকরা করেন। বাংলাদেশের সামহোয়্যার ইন ব্লগের মত বাংলা ব্লগ আর কোথাও থাকলে হনুমান দাদা লিংক দিন, দেখে একটু প্রাণ জুড়াক। তাদের মহাভারতের কোন বাংলা ব্লগ কখনই আমাকে আকৃষ্ট করেনি, নিশ্চয়ই দাদাকেও সেই সব ব্লগ আকৃষ্ট করেনি। তা’ করলে কি আর বাংলাদেশ বিদ্বেষী দাদা এখানে পড়ে থাকতেন?
বাংলাদেশ মূলত বাঙ্গালীর গর্ব। কারণ বাংলাদেশ ছাড়া আর কোন বাঙ্গালীর দেশ স্বাধীন নয়। তারপর যে ক্রিকেট নিয়ে এত কথা। সেই ক্রিকেটে এমন কোন দেশ আছে, যাদেরকে আমরা হারাইনি? কাপের বিষয়ে নিতান্ত অনাগ্রহের কারণে আমরা নিজেরা কাপ না নিয়ে অন্যদেরকে দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের অযোগ্যতা না বলে মহত্ব বললেই তো চলে। আমাদের কবি কামিনী রায় বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি এজীবন মন সকলি দাও। তারমত সুখ কোথাওকি আছে আপনার কথা ভুলিয়া যাও। সেজন্য আমরা খেলা-ধুলায় আপনার কথা ভুলে স্বার্থ বলি দিচ্ছি।
আমরা এশিয়া কাপ নেই নাই তো কি হয়েছে, যারা এশিয়া কাপ নিয়েছে তাদেরকে তো আমরা হারিয়েছি। এবারও যারাই বিশ্বকাপ নিয়েনেক না কেন তারা কি বলতে পারবে আমরা কখনও তাদেরকে হারাইনি? সুতরাং আমাদের সাথে অন্য কারো তুলনা দেওয়া বৃথা।আমাদের আর কিছু না থাকুক আমাদের তো একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছে।সবার সব কিছু থাকে না। কারো এটা থাকে তো কারো ওটা থাকে। আমাদেরও একটা নাই তো কি হয়েছে অন্যটা তো ঠিকই আছে। আমাদের অনেক আগে থেকে ক্রিকেট খেলে এমন বহু দেশ আছে তারাও তো বিশ্ব কাপ পায়নি। হনুমান দাদা কো তাদেরকে কিছু বলছে না? হনুমান দাদা মোল্লাদের মন খারাপের কথা বলে, অথচ তাদের পাশের দেশটাই মোল্লারা চালাচ্ছে। আর সেই দেশের লোকেরাই হনুমান দাদাদের দেশ শাসন করেছে সাড়ে সাতশত বছর। যাদের দেশ ভিনদেশীরা শাসন করেছে প্রায় হাজার বছর। তাদের এত্ত বড়াই কেন বুঝা যাচ্ছে না।
দাদাদের তুলনায় আমরা সবদিক থেকে ছোট। ছোটদের দোষ-ত্রুটি কেউ ধরে না। দাদা মনে-প্রাণে একটা হনুমান বলেই ছোটদের দোষ ধরে। মুসলিমরাও অন্যদের তুলনায় ছোট। সুতরাং মুসলিমরা হারলে এটা সমস্যা না। কিন্তু মুসলিমরা তাদের চেয়ে অনেক বড়দের হারিয়ে দিলে সেটাই বরং সমস্যা। আর আফগানরা সেকাজটাই চিরকাল করে আসছে। আমেরিকাকে সাথে নিয়ে ইসরায়েল মাস্তানী করছে তাই দেখে হনুদাদা আনন্দে কুটি কুটি। তবে দাদার এ হাসি হাওয়ায় মিশে যাবে যখন উল্টা মুসলিমরা ইসরায়েলকে বাঁশ দিতে থাকবে। কারণ মুসলিম জাতির ইতিহাস বলে তারা ঘুরে দাঁড়াতে জানে। আসলে দেখতে মানুষ হলেও মনের দিক থেকে দাদা হনুমানের মত একটা পশু বলেই দাদার আচরণ অনেক পাশবিক।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




