
আমার হিন্দু কলিগের ছেলে শৈশব থেকে ছাত্র দলের সাথে আছে এবং সে এখন ছাত্র দলের একটি জেলা শাখার সভাপতি। সেদিন তার মা সহ তার সাথে দেখা হলে বললাম, বাবা তোমাদের আন্দোলনের খবর কি? সে বলল, আংকেল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। আমার জামাই সেরকম কথাই বলে।
বিএনপির নেতা কর্মীরা এখনো তারেকের কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে। তাদের পঁচিশ হাজার নেতা-কর্মী জেলে। তথাপি তারা হতাশ নয়। জাতি সংঘ তাদের বিষয়ে সহমর্মিতা প্রকাশ করে। আমেরিকা ড. ইউনুসের ছবি সম্বলিত মূদ্রা বের করেছে। শেখ হাসিনাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছে। কেউ তাঁকে তাড়িয়ে দিলে তাকেও তারা অভিনন্দন জানাবে। তারা তখন বলবে আপনি অবৈধ ছিলেন আপনাকে আমরা অভিনন্দন জানিয়েছি। এখন যারা এলো তারাও অবৈধ তাদেরকেও আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদের কি দোষ? পিছনের দরজা দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আশার নজির আছে। সেই পিছনের দরজা আওয়ামী লীগ কতটা শক্তভাবে আটকাতে পেরেছে সেটা তারাই জানে। তবে সেই দরজা দিয়ে কেউ ক্ষমতায় চলে এলে বুঝা যাবে দরজাটা আসলে শক্তভাবে আটকানো ছিলো না। পিছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগ বিরোধীদের পক্ষে থাকবে। তাদের মাধ্যমে যে সুষ্ঠভোট হবে তাতে বিএনপি জিতবে।তখন সারা বিশ্ব বিএনপিকে অভিনন্দন জানাবে। সেজন্য বিএনপি হতাশ না হলে আওয়ামী লীগ ভয় পায়। ভয়কে জয় করতে তারা তারেককে জেলে ভরতে চায়। সেকাজে তারা কতটা সফল হবে সেটা অবশ্য আমি বুঝতে পারছি না। কারণ সাফল্যের সাথে তাদের অনেক ব্যর্থতাও আছে। সুতরাং তারা কোনভাবে ক্ষমতাথেকে উচ্ছেদ হলে অবাক হব না।
ফেসবুকে এক লীগ ভক্তকে দেখলাম আওয়ামী লীগের সাথে সে সমান তালে বিএনপির পক্ষেও পোষ্ট দেয়। একদা আমার স্ত্রী ধানের শীষে ভোট দিয়ে তার মামাকে বললেন মামা আমি আপনার ধানের শীষে ভোট দিছি। তাঁর মামা তখন বললেন, আহারে মা আমি তো এখন নৌকায় আছি। এভাবে অনেক লোক কখন যে পল্টি মেরে কোন দিকে যায়, বলা মুসকিল! আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়াতে বিএনপি দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত। পঁচাত্তরে আওয়ামী লীগের ঘরের শত্রু তাদের ক্ষমতা থেকে বিতাড়নের কারণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে থাকতে হলে চোখ-কান খোলা রাখতে হবে। আর বিশেষ করে পিছনের দরজার দিকে তাদের তীক্ষ্মদৃষ্টি থাকতে হবে যেস সেই দরজা দিয়ে কেউ এসে তাদের গদি উণ্টিয়ে দিতে না পারে।তবে ষড়যন্ত্রও একটা যন্ত্র। এ যন্ত্রের ভালো ব্যবহার জানলে অনেক ষড়যন্ত্রীও অনেক সময় জয়ী হতে পারে। বিএনপির নেতাকর্মীদের আশা হয়ত শেখানে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


