
দুষ্ট ভোটার ভোট দেয়নি তো’ কি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে গায়িকা ও নায়িকা সংরক্ষিত নারী আসনের এমপি হতে পারেন। তার আগে খেলোয়াড় ও নায়ককে এমপি বানানোর জন্য জনগণকে ধন্যবাদ।পাড়ার আমোদী ছেলে সুমনও এমপি হয়েছে।কিন্তু জাতীয় সংসদ নায়িকা ও গায়িকাকে বড় মিস করতেছে। জাতীয় সংসদের এ মিস করা থেকে জাতীয় সংসদকে উদ্ধার করতে পারেন সংসদ নেতা।
জাতীয় সংসদ অধীবেসনে গায়িকার মধূর কন্ঠের সংলাপ মুগ্ধ হয়ে শুনতাম। মনে করেছি তাঁর সাথে নায়িকা যোগ হলে আরো চমৎকার হবে। কিন্তু জনগণ নায়িকাকে এমপি বানাবে কি,উল্টা গায়িকাকেই এমপি থেকে বাদ দিয়ে দিলো। এ হেন হটকারী আচরণ কি করে সহ্য করা যায়? এদেশে শিল্পের কদর নেই দেখে মর্মাহত হলাম। একজন শিল্পী কিন্তু অনেক সাধনার ফসল।
জনগণের মাঝে শিল্পের সমঝদার কম থাকতে পারে। কিন্তু জাতয়ি সংসদের গুণীজন এমপি গণের মাঝে শিল্পের সমঝদার না থাকার কথা নয়। সেজন্য গায়িকা ও ও নায়িকাকে সংরক্ষিত নারী আসনের এমপি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ রইলো। কিন্তু সামুতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানে তাঁর দৃষ্টি পড়লে এত দিন হয়ত তাঁর উপদেষ্টা তালিকায় জনাব সোনা গাজীর নাম এসে যেত। মাননীয় প্রধান মন্ত্রীর উপদেষ্টা গণেরও সামুর প্রতি নজর নেই বলেই মনে হচ্ছে। নতুবা এত এত কিছুর উন্নয়নে তাঁদের অবদান থাকলেও সামুর উন্নয়নে তাঁদের কোন অবদান দেখা যাচ্ছে না। তবে ইসলামী ব্যাংকের মত সামু লাভ জনক প্রতিষ্ঠান হলে হয়ত এ ক্ষেত্রে তাঁদের নজর পড়তো। তখন সামুকে বলা হতো বঙ্গবন্ধুর স্বপ্নের ব্লগ।
মাননীয় প্রধানমন্ত্রী আবার নজর প্রদানের ক্ষমতা পেয়েছেন। সে হিসাবে দেখার বিষয় নতুন আর কোন বিষয়ে তাঁর নেক নজর পড়ে। জনাব ভূয়া মফিজ তাঁর বিষয়ে অনেক কথা বলেছেন। সে বিষয়ে তাঁর নেক নজর কামনা করছি। কারণ তাঁর মত উন্নতমানের নজর আর কারো নেই। সামুর প্রতি একবার শকুনের নজর পড়ে আমার দু’টো আইডি হারিয়েছে। আশা করি এমন শকুনের নজর সামুর প্রতি পড়বে না।
আমরা আবার পাঁচ বছরের যাত্রায় অভিযাত্রী হয়েছি। এ যাত্রায় আমার গিন্নী জাহাজে চড়ে মক্কায় যেতে চান। সবাই দোয়া কইরেন। বিশেষ করে যারা মুমিন মুসলমান তাঁদের খাস দোয়া চাই যেন আল্লাহ আমাকে যাবতীয় বদ নজর থেকে হেফাজত রাখেন। গুড নাইট।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


