
ব্লগার কলা বাগান বিজ্ঞতার দ্যুতি
বিস্তারেন অকপটে। অজ্ঞতায় ছুটি
চির দিতে চেয়ে মনে, চেপে ধরে টুটি
প্রতারক চক্রদের, ষড়যন্ত্র রুখে।
অভাজন চায় যত জনতার ক্ষতি
মহাচালে চেলে দিয়ে গুজবের গুটি
কলা বাগান দেখে খুলে চক্ষু দু’টি
সে সব, বিফল করে সকলের সুখে।
দূর্জন বিভ্রান্ত হয় কলার বাগানে
ওরে কিরে হলো বলে তারা কাঁদে ঢের
জারি-জুরি খসে পড়ে বিজ্ঞের বয়ানে।
এ এক সান্তনা বড় শত আক্ষেপের
মুখিয়ে থাকেন লোক তাঁর পোষ্ট
পড়ে তাই তারা সব হয়ে যায় ধন্য।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


