
রাস্তা শুয়ে আছে চুপচাপ রাতের বাগানে মৃত লাশের মত অসাঢ় হয়ে
রাস্তার বুকে উড়ে উড়ে আশ্রয় নিচ্ছে গাছের ঝরা পাতা মাঝে মাঝে
তার উপর ঘরছাড়া তরুণ-তরুণীর পদচাপে শব্দ হয় মচর মচর।
তারা ভীত হরিণের মত এদিক সেদিক তাকায় নিরাপদ যাত্রার ইচ্ছায়।
মা মরা মেয়েটি একটু সুখের আশায় সুমনের প্রেমে পড়ে অবলিলায়
কিন্তু সৎ মা তাকে সুখী হতে দিতে চায় না কোন মতে সেজন্যই সুমনা
পলায়নের পথ বেছে নেয়। এমন বিয়ে চায় না সুমনের পরিবার কিছুতেই
মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমন সেজন্য পলায়নে সম্মত হয়ে পথে নেমেছে।
বাগান ছেড়ে রাস্তা চলে আসে খোলা মাঠের মধ্যিখানে। সে রাস্তায় সুমনা চলে
তার সাথে এগিয়ে চলে তার স্বপ্ন। সুমনের হাত ধরে স্বপ্নরা খেলা করে আর
অবিরত হাসে খিল খিল। সুমনার মা না থাকলেও সে হবে তার বাচ্ছাদের মা
তাদের সে অনেক যত্ন করবে। তাদেরকে সে অনেক আদর দিবে নিখাঁদ সুন্দর।
সুমনভাবে কর্মক্লান্ত দেহে প্রিয়ার আদর। সেই স্বপ্নের হাত ধরে সে চলছে আনন্দে
সব বাধা পায়ে দলে তারা ঘর বাঁধবে হয়ত সে সময় আর বেশী দূরে নয় দু’জনার।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


