
অজ্ঞাত কারণে ময়নাকে এর মা এক দিন বয়সে তাড়িয়ে দেয়। অবশেষে আমার ছোট মেয়ে এর প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করে।

পালক মায়ের কাছে ময়না প্রতিপালিত হতে থাকে। তখন সে সবার আদরের হয়ে উঠে। সে নিজেও স্বজাতি থেকে দূরে থাকে।

অবশেষে মেয়ে ঝালকাঠিতে বেড়াতে আসে। কিছুক্ষণ পরে আমি দেখি একটা মুরগীর বাচ্চা সারা ঘরে বিচরণ করছে। আমরা হাঁটতে গেলে ময়নাকে সাথে নিয়ে যেতাম। ময়না আমাদের সাথে সাথে থাকতো। প্রতিবেশী বাচ্চারা কাড়াকাড়ি করে ময়নাকে নিয়ে আদর করতো। তখনো ময়নার নাম রাখা হয়নি। আমার প্রতিবেশী একজন কলিগ একদিন বললেন, আপনার ময়না কই? তথন থেকে আমরা মুরগীর বাচ্চাটাকে ময়না বলি।

ময়নার এখন অনেক আব্দার। ময়না আমাদের সাথেই থাকতে চায়। সেজন্য ময়নার থাকার কাটুন আমাদের খাটেরই এক কোনে স্থাপন করা হয়েছে। ময়নাকে আমার পেটের উপর রাখলে ময়না আমার বুকের উপর চলে আসে। একদা ঘুমিয়ে ছিলাম। ময়নার কারণে ঘুমভেঙ্গে দেখি ময়না আমার গালের উপর। ময়নার প্রতি প্রতিবেশীদেরও অনেক আদর পরিলক্ষিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


