আমাদের দেশে অনেক মুসলিম থাকে আর ভারতে থাকে অনেক হিন্দু। ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিমদের সাফল্য হতাশা জনক নয়। সেজন্য মুসলিমরা ভারতীয় উপমহাদেশ সাড়ে সাতশত বছর শাসন করেছে।মুসলিমরা ইংরেজদের সাথে পারে নাই। আর ইংরেজরা হিন্দু নয়। আমার স্ত্রী ভারতীয় হিন্দুদের অনেক কথায় শংকিত। আমি বলি মহানবি (সা.) তো বলেছেন হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিম জয়ী হবে। তাহলে আর এত ভাবছ কেন? মোহাম্মদ বিন কাসিম-দাহির যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম জয়ী। মোহাম্মদ ঘুরী-পৃথিরাজ যুদ্ধে মোহাম্মদ ঘুরী জয়ী। বখতিয়ার-লক্ষণসেন যুদ্ধে বখতিয়ার জয়ী। গৌরগবিন্দ-ইলিয়াস শাহ যুদ্ধে ইলিয়াস শাহ জয়ী।সুতরাং হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ ফল তাদের বিপক্ষে নয়।ভারতের সাথে আমাদের যুদ্ধ করা ঠিক নয় সেটা অস্বীকার করছি না। কিন্তু তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে না করে উপায় কি? তারপর যুদ্ধ করে আমরা জয়ী হলে তাতে আমাদের মানচিত্র বড় হয়ে গেলে আমাদের কি দোষ? ভারত তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে তাদেরকে কাস্মিরের একাংশ ছেড়ে দিয়েছে।তেমনি যদি তারা আমাদের সাথে যুদ্ধ করে অবশেষে আমাদেরকে তাদের কিছু এলাকা ছেড়ে দেয় তাহলে তাতে আমাদের কোন দোষ হবে কি?
আমাদের দেশের ভারত ভক্তগণ ভারতের সাথে আমাদের দেশের যুদ্ধে আমাদের জয়কে মহাঅপরাধের চোখে দেখেন।কিন্তু কথা হলো যুদ্ধ হলে কেউ কি আর ইচ্ছে করে হারে? আমরা অবশ্যই ভারতের বন্ধুত্ব চাই। আমরা তাদের প্রভুত্ব চাই না। আমরা তাদের প্রভুত্ব না মানলে তারা যদি আমাদের সাথে যুদ্ধ করে, তখন তাদের সাথে আমাদের যুদ্ধ না করে কি উপায় থাকবে? এদিকে তাদের একজন প্রভুকে আমাদের সরকার গ্রেফতার করেছে। প্রভুর সাথে এহেন আচরণে ভারত নাখোশ। তারা ত্রিপুরার আমাদের হাইকমিশনে হামলা করেছে, কলিকাতায় আমাদের হাইকমিশনে তারা আমাদের পতাকা পুড়িয়েছে। এসবকে কি বলে? আমাদের দেশের একজন শাসক জনতার তাড়া খেয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে এটা আমাদের এক বিরাট দোষ। কারণ সেই শাসক ভারতকে প্রভু মানতেন। যারা সেই শাসককে তাড়িয়েছে তারা আবার ভারতকে প্রভু মানে না। এরপর উঠছে আলু-পেয়াজের কথা। তো আলু পেয়াজের বিনিময়ে আমরা কি আমাদের দেশটা ভারতের নিকট বিক্রি করে দেব? ভারত ভক্তদের আলু-পেয়াজের বিনিময়ে দেশ বিক্রিতে আপত্তি নাই বলে মনে হচ্ছে। কিন্তু যারা মুসলিম তারা আবার স্বাধীন থাকতে চায়।
যুদ্ধ কারো কাম্য নয়। তথাপি যুদ্ধ এসে ঘাড়ে পড়লে যুদ্ধ করতেই হয়। তাতে যদি লাভ হয় তবে ক্ষতি কি? অবশ্য এ ছাড়া আমাদের মানচিত্র বড় করার আর কোন সুযোগ নাই। লাভের লোভ বাদ দিয়ে যুদ্ধ নয় শান্তি চাই। তথাপি হানাদার এসে ঘাড়ে হামলে পড়লে তাকে যোগ্য জবাব দিতে চাই। দেশ রক্ষার যুদ্ধ দেশ প্রেমীরা করে। এদেরকে কেউ থামাতে পারে না। এরা শহীদ হয়, পঙ্গু হয় তথাপি যুদ্ধ করে। তাদের জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০