
কবিতা লিখতে ইচ্ছে হলে তোমার দিকে তাকাই
তখন মনের প্রজাপতি পাখা ঝাঁপ্টায় আনন্দে
জোনাকিরা মিটিমিটি আলো জ্বালে খুশিতে
সাগরের ঢেউ চলে হেলে দুলে মৃদৃহেসে।
আহা তোমার কানের দুল মন কাড়ে
আকাশের অস্তগামী সূর্য আকাশে জড়ায়
রঙ্গিন আভা। সে হারায় আঁধারের চাদর
মুড়ি দিয়ে তারাদের ডেকে দিয়ে সুন্দরের গহিনে।
তোমার ওড়নাটা দেখ কেমন উড়ে
অবশেষে চাঁদটা বাঁশ বাগানের উপর উঠে
উঁকি মেরে আমার দিকে তাকায়
তখন দেখি একটি ঝিকঝাক কবিতা হাসে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



