নদীটা সুন্দর ছিল তোমার পিছনে পড়ে
নদীর সামনে তুমিই সুন্দরী। নদী ও তুমি
সুন্দরের যমজ হলে একই দৃশ্যপটে
নজর সরে না তোমাদের থেকে সামান্য ।
আমার একি হাল হয়েছে আজ কাল
তোমার ছবিতেও আমি মুগ্ধতায় মজি
মনে কর যদি হঠাৎ তোমায় পেয়ে যাই?
আনন্দ তখন স্তুপিকৃত হয়ে পর্বত হবে!
জীবনান্দ তোমায় দেখলে নতুন কবিতা হত
তখন তুমি ছিলে না বলে পৃথিবী বঞ্চিত হলো
বিশ্বসেরা কবিতা থেকে। তথাপি আমি লিখি
তোমায় নিয়ে চমৎকার কবিতার প্রত্যাশায়।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৫ দুপুর ১:২৭