স্বপ্নের বৈজয়ন্তি পুরে তাকিয়া হেলান দিয়ে বসে আছ তুমি
মুর্ছিত দর্শক দল রূপের সেঁকায় পড়ে আছে এদিক-ওদিক
সেথা হতে উঠে তুমি ধীর পদে হাঁট মায়াবী আবহে যেন
পুস্পদল ফুটে সেথাকার তরু-লতা বৃক্ষ পত্র ফাঁকে অজস্র।
ফুর ফুর ফুর ফুর ওড়না উড়িয়ে হেলে দুলে হাঁটা দেখে
বালিকার! আমার মাথাটা ঘুরে পূর্ণিমার চাঁদের বৃত্তে
নারীরূপ দেখে এক দেখি সে মুঠি মুঠি জোছনা ছড়ায়
দীঘি জলে তার ছায়া জলের দোলায় দৃষ্টিতে অদ্ভুত সুন্দর।
পিতার আদরে তুমি বেড়েছ অনেক রূপসী অনন্যা হে সুন্দরী নিত্য
সুন্দরের দেশে বসবাসে তুমি সকল সুন্দর কর তুমি নিজ গুনে
লোকে বলে আহা বিধাতার এ দানেতে কৃতজ্ঞ অন্তর ধন্যবাদ দেয়
তারা তাঁকে ধরাতলে তোমার মোহে আনন্দ দোলায় দুলে প্রত্যেক সময়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৫ ভোর ৫:৩৭