
হে কবি বিদ্রোহী ভৃগু দ্রোহের অনলে
পুড়িয়ে করুন ছাঁই সকল অন্যায়
কবিতা খঞ্জরে করে পশুত্বে বিদায়
সকলে জানিয়ে দিন সঠিক কি কাজ।
নিজের দোষের কথা মানুষ জানলে
ছাড়বে বিপথ নিজ বিবেক ঘেন্নায়
ফিরবে সুপথে সবে আলোর বন্যায়
আনন্দে গড়বে শেষে শান্তির সমাজ।
আপনি সকলে জানি আপন ভাবেন
বুঝিকি কবির মনে কিআছে সবি তা’
সুচিন্তে অনেক পূণ্য, আপনি পাবেন
তাইতো সবার জন্য লিখেন কবিতা।
এপড়ে মোহীত সব পাঠক অন্তর
আমিও দেখেছি সেই শোভীত সুন্দর।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




