ইসলাম
ইসলাম তো নয় চক্ষু বুঁজে গাজায় মারা টান,
ইসলাম তো নয় ঢোল তবলা বাদ্যমুখর গান।
ইসলাম তো নয় পরের মাল সব হস্তগত করা,
ইসলাম তো নয় মাজার ঘুরে ভন্ড পীর ধরা।
ইসলাম তো নয় দরগায় বসে মজমা শুধু করা,
ইসলাম তো নয় সুযোগ পেলে পরকীয়ায় পরা।
ইসলাম তো নয় পরনারীর দুই হাত চেপে ধরা,
ইসলাম তো নয় মন্দ ও পাপ জেনে নিজে করা।
ইসলাম তো নয় সওয়া যতো পাপ ও অনাচার,
ইসলাম তো নয় মন্দ কাজের খুলে রাখা দ্বার।
ইসলাম তো নয় জলসায় বসে গাওয়া পঁচা গান,
ইসলাম তো নয় ঘুরে ঘুরে খাওয়া মুরগীর রান।
ইসলাম কি নয় জানলে যখন তওবা করো ভাই,
বলো আল্লাহ এসব পাপে না যেনো আর জড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



