somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুনতো মহান আল্লাহর কতটা আদেশ আপনি মানেন

২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কুরআনের ১০০ নির্দেশনা

০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩:১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩:১৩৪)।
০৩. অন্যের সাথে ভাল ব্যবহার করুন (০৪:৩৬)
০৪. অহংকার করবেন না (০৭:১৩)
০৫. অন্যকে তাদের ভুলের জন্য ক্ষমা করুন (০৭:১৯৯)
০৬. লোকেদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন (২০:৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১:১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯:১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭:২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭:২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪:৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২:২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২:১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (০২:২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২:২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২:১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না (০২:১৭৭)
১৮. আস্থা রাখুন (০২:২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না (২:৪২)
২০. মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার করবেন। (০৪:৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁডড়িয়ে যান। (০৪:১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করা উচিৎ। (০৪:০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকারও রয়েছে। (০৪:০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪:১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২:২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪:২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯:০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯:১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯:১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫:৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭:০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭:০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২:২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭:২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২:২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১:২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২:৪৪)
৩৮. পৃথিবীতে কাউকে গালাগালি করবেন না। (০২:৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২:১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২:১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২:১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮:১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২:২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২০:২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন নি। (০২:২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২:২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭:৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২:২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২:২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩:১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (০৩:১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন। (৩:১৯৫)
৫৩. গাইরি মাহরাম আত্মীয়কে যারা বিবাহ করবেন না। (০৪:২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪:৩৪)
৫৫. কৃপণ হবে না । (০৪:৩৭)
৫৬. পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪:৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪:৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪:১০৫)
৫৯. পাপের কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫:০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫:০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬:১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫:০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫:৩৮)
৬৪. পাপের ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫:৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫:০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (০৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫:৯০)
৬৮. অন্যে ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না (০৬:১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে ওজন বা মাপে কম দিবেন না। (০৬:১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭:৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭:৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯:০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯:১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২:৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলেও আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। (১৬:১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬:১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না। (১৭:১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭:৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭:৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩:০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪:২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে,
তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫:৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮:৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮:৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে জড়িত হবেন না। (২৯:২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১:১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১:১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩:৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯:৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯:৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১:৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২:১৩)
৯৪. সর্বোচ্চ উত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯:১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। (৫৭:২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। (৫৮:১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০:০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪:১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩:২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৯:১০)
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩:১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩:১৩৪)।
০৩. অন্যের সাথে ভাল ব্যবহার করুন (০৪:৩৬)
০৪. অহংকার করবেন না (০৭:১৩)
০৫. অন্যকে তাদের ভুলের জন্য ক্ষমা করুন (০৭:১৯৯)
০৬. লোকেদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন (২০:৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১:১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯:১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭:২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭:২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪:৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২:২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২:১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (০২:২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২:২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২:১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না (০২:১৭৭)
১৮. আস্থা রাখুন (০২:২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না (২:৪২)
২০. মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার করবেন। (০৪:৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁডড়িয়ে যান। (০৪:১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করা উচিৎ। (০৪:০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকারও রয়েছে। (০৪:০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪:১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২:২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪:২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯:০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯:১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯:১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫:৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭:০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭:০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২:২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭:২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২:২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১:২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২:৪৪)
৩৮. পৃথিবীতে কাউকে গালাগালি করবেন না। (০২:৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২:১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২:১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২:১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮:১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২:২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২০:২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন নি। (০২:২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২:২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭:৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২:২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২:২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩:১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (০৩:১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন। (৩:১৯৫)
৫৩. গাইরি মাহরাম আত্মীয়কে যারা বিবাহ করবেন না। (০৪:২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪:৩৪)
৫৫. কৃপণ হবে না । (০৪:৩৭)
৫৬. পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪:৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪:৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪:১০৫)
৫৯. পাপের কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫:০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫:০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬:১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫:০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫:৩৮)
৬৪. পাপের ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫:৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫:০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (০৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫:৯০)
৬৮. অন্যে ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না (০৬:১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে ওজন বা মাপে কম দিবেন না। (০৬:১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭:৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭:৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯:০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯:১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২:৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলেও আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। (১৬:১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬:১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না। (১৭:১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭:৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭:৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩:০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪:২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে,
তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫:৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮:৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮:৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে জড়িত হবেন না। (২৯:২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১:১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১:১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩:৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯:৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯:৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১:৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২:১৩)
৯৪. সর্বোচ্চ উত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯:১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। (৫৭:২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। (৫৮:১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০:০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪:১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩:২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৯:১০)

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৫


বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন

J K and Our liberation war১৯৭১

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯



জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ

লিখেছেন এ আর ১৫, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪০



এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ


২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪



বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

×