অফিসে ভাল কর্মীদের যন্ত্রণা:-
১: কঠিন কাজটা তাকেই করতে হবে, কারণ অন্য কেউ করতে পারে না।
২: সহজ কাজটা তাকেই করতে হবে কারণ সহজ কাজতো অন্য কাউকে দেওয়ার দরকার কি!
৩: দ্রুত সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য কাউকে দিলে দেরি হয়ে যাবে।
৪: ব্যাক্তিগত পরিচিত তাই সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য ডেস্কে আবার কেন যাবে।
৫: নিজের কাজ শেষ করে সবার আগে বাসায় যাওয়া যাবেনা কারণ অন্যদের কাজ এখনও শেষ হয়নি।
৬: অমুক করলে ভুল করতে পারে তাই কাজটা তাকেই করতে হবে যাতে ভুল না হয়।
৭: বেশি বেশি কাজ করার পরও কিছু সময় বসে থাকলে শুনতে হবে এখনতো কাজ কমে গেছে।
৮: জরুরী প্রয়োজনে ছুটি দরকার কিন্তু নেওয়া যাবে না কারণ তার Desk টা কে সামলাবে।
৯: অনেক কাজের চাপে একটি কাজ না করতে চাইলে শুনতে হবে কাজ দিলে করতে চায়না।
১০: কঠিন কাজ কৌশলে দ্রুত করে দিলে শুনতে হবে কাজটি যথাযত হয়নি মনে হয়।
১১: অসংখ্য কাজ নির্ভুল করলেও একদিন একটা ভুল করলে সকলের সমালোচনা শুনতে হয়।
১২: বিশেষ কাজ সামনে আসলে ভাগ করার সময় তাকে সমান সমান অথবা কিছু কাজ বেশি দেওয়া হয় কারণ সে ভাল পারেতো।
১৩: তার Desk এ বেশি কাজ থাকলে আমলে নেওয়া হয় না. কিন্তু তাকে প্রয়োজনে অন্য Desk এ দিলে তার কাজগুলি অসংখ্য Desk এ ভাগ করে দেওয়া হয়।
১৪: কোন ধরণের ভাল সুযোগ আসলে তাকে দেওয়া হয় না কারণ প্রতিষ্ঠানের সুবিধা বেশি দেখতে হবেতো।
১৫: ACR দেওয়ার সময় বেশি দেওয়া যাবেনা, ইনসাফ করতে হবেতো কারণ সবাইতো কাজ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



